রিয়াল মাদ্রিদ-আতালান্তা ফের একবার মুখোমুখি হচ্ছে,কিন্তু এবার মঞ্চ আলাদা পরিস্থিতি আলাদা। শেষবার যখন মুখোমুখি হয়েছিল(উয়েফা সুপার কাপ) সেইবার রিয়াল মাদ্রিদ জিতেছিল। কিন্তু এইবার আতালান্তা মুখোমুখি হতে যাচ্ছে ইনঞ্জুরিতে জর্জরিত রিয়াল মাদ্রিদের বিপক্ষে। সিরিয়াতেও শীর্ষ তিনে আছে আতালান্তা,চ্যাম্পিয়নস লিগে ৫ ম্যাচ শেষে ৩ জয়ে এবং ২ ড্রতে ৩৬ দলের লম্বা পয়েন্ট টেবিলের ৫এ অবস্থান করছে। আতালান্তা কি পারবে,রিয়াল মাদ্রিদকে নিজেদের ঘরের মাঠে আটকে দিতে?
রিয়াল মাদ্রিদ-আতালান্তা ভবিষ্যদ্বাণী | ছবি: গেটি ইমেজ
রিয়াল মাদ্রিদের এতো দুঃসময়েও,স্বস্তির সংবাদ হচ্ছে এই ম্যাচে এ্যাটাকে ভিনিসিয়ুস ফিরছে। তবে কার্লো আনচেলোত্তির মাথার চিন্তার ভাজ কমার সুযোগ নাই। আতালান্তাকে নিয়ে অতিরিক্ত পড়াশুনা করতেই হবে।
আতালান্তা-রিয়াল মাদ্রিদ ম্যাচের আগে আতালান্তার কোচ জিয়ান পিয়েরো গ্যাসপারিনি বলেন,”কোন দল বলতে পারবে না রিয়াল মাদ্রিদের বিপক্ষে ওরা ফেভারিট। তবে, যেহেতু টেবিলে আমরা ওদের চেয়ে এগিয়ে এটা আমাদের সাহস দিবে। আমরা সতর্ক আছি। আত্মবিশ্বাসী হয়েই ওদের বিপক্ষে জয়ের ক্ষুধা নিয়ে মাঠে নামবো।”
আরও পড়ুন: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সফরের একনজরে পূর্ণাঙ্গ সময়সূচি
রিয়াল মাদ্রিদ ম্যানেজার কার্লো আনচেলত্তি পয়েন্টেই নজর রাখছেন। তিনি এই ম্যাচ সম্পর্কে বলেন,”কোয়ালিফাই করার জন্য এই ৩টা ম্যাচ কাজে লাগাতেই হবে। এই ম্যাচে পয়েন্ট নেয়া ছাড়া উপায় নেই। আতালান্তা দারুণ করছে। ওরা ছন্দে আছে, ভয়ডরহীন ফুটবল খেলছে।”
রিয়াল মাদ্রিদের সম্ভাব্য লাইনআপ আতালান্তার বিপক্ষে : ৪-৩-৩
কোর্তোয়া; ভাস্কেজ,শুয়ামেনি,রুডিগার,গার্সিয়া;ভালভার্দে,বেলিংহাম,মদ্রিচ;রদ্রিগো,এমবাপ্পে,ভিনিসিয়ুস জুনিয়র
আতালান্তার সম্ভাব্য লাইনআপ রিয়াল মাদ্রিদের বিপক্ষে : ৩-৪-৩
কার্নেসেচি; জিমসিটি, হিয়েন, কোলাসিনাক; বেলানোভা, ডি রুন, এডারসন, রুগেরি; ডি কেটেলারে, রেতেগুই, লুকম্যান।
কিভাবে দেখবেন রিয়াল মাদ্রিদ বনাম আতালান্তার ম্যাচ?
বাংলাদেশী কোনো মিডিয়া রিয়াল মাদ্রিদ বনাম আতালান্তা ম্যাচটি সম্প্রচার করবেনা। হতাশ হবেন না,আপনি এই ম্যাচটি বিভিন্ন থার্ড পার্টি প্লাটফর্ম থেকে দেখতে পারেন। যদি আপনাকে সহজ দু’টি প্লাটফর্ম বলি তাহলে বলব; (Yallashoot) এবং (HDStreamz)।
রিয়াল মাদ্রিদ-আতালান্তা ম্যাচের ভবিষ্যদ্বানী: রিয়াল মাদ্রিদ ২-১ আতালান্তা