গত রাত চ্যাম্পিয়নস লীগের ম্যাচে এবার আর্সেনালের শিকার হলো পিএসজি।ম্যাচের শুরুর থেকেই এগ্রেসিভভাবে একের পর এক এট্যাক করেছিল আর্সেনাল।৯ মিনিটে সাকা ডি-বক্সের মধ্যে ডান পাশ থেকে কার্ল শট করে কিন্তু বলটি বারের উপর দিয়ে আউটে চলে যায়।
১০ মিনিটে ডি-বক্সের বাহির থেকে মেন্ডিস একটি দুর্দান্ত পাওয়ারফুল ভলি শট করে। কিন্তু বলটি তার দিক বদল করে বারের পাশ দিয়ে আউটের দিকে চলে যায়। ২০ মিনিটে থ্রর্জাডের পাসে হেড দিয়ে আর্সেনালকে ১-০ গোলে এগিয়ে দেয় কাই হ্যাবের্টজ।পিএসজি এর গোলরক্ষক ডোনারুমার চোখ ফাঁকি দিয়ে হেড দিয়ে বল তার মাথার উপর দিয়ে জালে প্রবেশ করিয়ে গোল করে কাই হ্যাবের্টজ।
২৭ মিনিটে পিএসজির গোল খুব কাছেই ছিল।মেন্ডিস ডি-বক্সের বাহির থেকে শুট করে গোলের চেষ্টা করলেও বলটি ঘুরে বারের পাশ দিয়ে আউট হয়ে যায়।৩০ মিনিটে হাকিমি বারের পাশ দিয়ে শুট করলেও ডেভিড রায়া সেভ করে দেয়।৩৫ মিনিটে কর্ণার পাশ থেকে প্রায় ১৫ ইর্য়াড দূর থেকে ফ্রি কিক পায় আর্সেনাল।ডায়রেক্ট ফ্রি কিকে বুকায়ো সাকা দুর্দান্ত গোল করে সাকা।
পিএসজির ডিফেন্ডার এবং গোলরক্ষকের চোখে ধূলো দিয়ে বলটি জালের ভিতর প্রবেশ করে আর্সেনাল ২-০ গোলে এগিয়ে যায়।৩৮ মিনিটে এবারে সাকার ক্রসে থ্রর্জাড শট করার আগেই ডোনারুমা চমৎকার সেভ করে। প্রথম হাফে আর্সেনাল মোট ১৭৮ টি পাস খেলেছে যার মধ্যে ১৪৮ টি ছিলো সঠিক পাস।তারা মোট ৩ টি শট করেছে যার মধ্যে ২টি শট অন টার্গেট ছিল।
অপরদিকে পিএসজি প্রথম হাফে মোট ২৮০ টি পাস খেলেছে যার মধ্যে ২৪৮ টি পাস সঠিক ছিল। তারা মোট শট করেছিল ৪ টি যার মধ্যে ১ টি মাত্র ছিল শট অন টার্গেট।দ্বিতীয় হাফের শুরুতেই টিম্বারের পরির্বতে কিউিরকে মাঠে নামিয়ে মাইকেল আর্টেতা আর্সেনালের প্রথম সাব করায়।৫২ মিনিটে থ্রর্জাডের উড়ন্ত পাসে ভলি শট করে কাই হ্যাবের্টজ কিন্তু এবারে ডোনারুমা চমৎকার সেভ করে দেয়।
মিনিট ৫৮ তে মার্টিনেলির ক্রসে হেড দিয়ে গোলের চেষ্টা করে কাই হ্যাবের্টজ কিন্তু আবারো ডোনারুমার সেভ।এবারে ৬৪ মিনিটে পিএসজির ডোওয়ির পরির্বতে কোলো মুয়ানির সাব করালেন লুইস এনরিক এবং ৬৪ এর সাথে সাব করালেন ভিতিনহার পরিবর্তে ফাব্রিয়ান রুইজকে বদলি করলেন। ৬৪ মিনিটেই আর্সেনালে মাইকেল মেরিনোকে থোমাস পার্টের পরিবর্তে মাঠে প্রবেশ করালেন।
৬৬ মিনিটে আবার পিএসজির বড় একটি গোলের চান্স মিস।মেন্ডিসের ক্রসে নেভেস শট করে কিন্তু ভাগ্যক্রমে বলটি উডওর্য়াকে লেগে যায়।৬৮ মিনিটে আবার পিএসজির লি ডি-বক্সের বাহির থেকে শট করে তবে ডেভিড রায়া সেভ করে।৭৳ মিনিটে থ্রর্জাডের পরিবর্তে গেব্রিয়্যাল জেসুসকে বদলি করানো হয়।
৭৫ মিনিটে সাকার পাসে মার্টিনেলির শট কিন্তু আবারো ডোনারুমার সেভ। ৭৬ মিনিটে একইসাথে ফাব্রিয়ান রুইজ ও রিকার্ডো কালাফিওরিকে হলুদ কার্ড দেখায় রেফারি।দ্বিতীয় হাফে আর্সেনাল মোট ১৭৭ টি পাস খেলে যার মধ্যে ১৪১ টি পাস সঠিক খেলেছে।দ্বিতীয় হাফে আর্সেনাল মোট ৩টি শট করে যার মধ্যে ৩টি ই ছিল শট অন টার্গেট।
অপরদিকে পিএসজি মোট ৩৬৫ টি পাস খেলেছে যার মধ্যে ৩৩০টি পাস সঠিক খেলেছিল। সাথে তারা দ্বিতীয় হাফে মোট ৪টি শুট করেছে যার মধ্যে ১টি মাত্র শট অন টার্গেট ছিল। অবশেষে মাইকেল আর্টেতার দল আর্সেনাল ২-০ বাজিমাত করে।