অলিম্পিক প্যারিস ২০২৪ পুরুষ ফুটবলে শুরুটা দারুণ করেছিল মরক্কো অনূর্ধ্ব-২৩ দল। অলিম্পিক থেকে তারা প্রথমবারের মতো কোনো পদক জিতলো। তাদের একই গ্রুপে ছিল ২০২২ বিশ্বচ্যাম্পিয়ন এবং কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা,ইউক্রেন ও ইরাক। প্রথম ম্যাচেই হারিয়ে দেয় আর্জেন্টিনাকে। এরপর ইউক্রেনের কাছে হারলেও ইরাককে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আসে।
এরপর যুক্তরাষ্ট্রকে ৪-০ ব্যবধানে নাস্তানাবুদ করে প্রথমবার সেমিফাইনাল নিশ্চিত করে। কিন্তু স্বর্ণ জয়ের মঞ্চে তারা যেতে পারেনি। সেমিফাইনালে স্পেনের কাছে ২-১ ব্যবধানে হেরে ব্রোঞ্জপদকের লড়াইয়ে নেমে যায়।
গতকাল (বৃহস্পতিবার) রাতে ব্রোঞ্জের লড়াইয়ে মিশরকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে ইতিহাস গড়ে মরক্কো । অলিম্পিক ফুটবলের ইতিহাসে এই প্রথম মরক্কো কোনো পদক জিতলো। এর আগে অলিম্পিক ফুটবলে কখনোই তারা গ্রুপপর্বের গণ্ডিও পেরুতে পারেনি। সেই দলটিই কিনা এবার পদক জিতে বাড়ি ফিরলো।
এদিন ম্যাচের ২৩ মিনিটে আব্দে ইজালজৌলি গোল করে এগিয়ে নেন তার দলকে। এরপর ২৬ মিনিটে সোফিয়ানে রাহিমির গোলে ব্যবধান বেড়ে হয় দ্বিগুণ। প্রথমার্ধে এই দুটি গোলই হয়।
আরও পড়ুন : দানি ওলমোকে দলে ভেড়ালো বার্সেলোনা!
বিরতির পর আরও চারটি গোল করে। ৫১ মিনিটে বিলাল এল খাননোস গোল করেন। ৬৪ মিনিটে রাহিমি তার জোড়া গোল পূর্ণ করলে ব্যবধান বেড়ে হয় ৪-০। ৭৩ মিনিটে আকরাম নামাকচ ও ৮৭ মিনিটে ফ্রি কিক থেকে বাঁকানো শটে অধিনায়ক আশরাফ হাকিমির গোলে ৬-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়। নিশ্চিত হয় অলিম্পিক ফুটবলে মরোক্কোর প্রথম পদক।
বিশ্ব ফুটবলে উদীয়মান একটি দেশ মরোক্কো। যারা ২০২২ কাতার বিশ্বকাপে সেমিফাইনাল খেলে চতুর্থ হয়েছিল। এবার অলিম্পিকেও পদক জিতলো। ফুটবলে তাদের এই উন্নতির যাত্রা সামনে হয়তো আরও অনেকদিন অব্যাহত থাকবে।
আজ রাতেই (শুক্রবার) স্বর্ণপদক লড়াইয়ে নামবে ফ্রান্স ও স্পেন। বাংলাদেশ সময় রাত ১০টায় সরাসরি খেলাটি দেখতে পারবেন,বিভিন্ন অনলাইন প্লাটফর্মগুলোতে।