২০২৫ অনূর্ধ্ব-২০ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মত শিরোপা ঘরে তুললো মরক্কো। ফাইনালে আর্জেন্টিনাকে পাত্তাই দেয়নি মরক্কোর যুবারা। মরক্কো ম্যাচটি ২-০ ব্যাবধানে জিতে নেয়।

ইতিহাস গড়ে বিশ্বকাপ ফাইনাল জিতলো মরক্কো | ছবি: এক্স/ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬
আজ (সোমবার) বাংলাদেশ সময় ভোর ৫:০০টায় চিলির সান্তিয়াগো স্টেডিয়ামে অনূর্ধ্ব-২০ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। যেখানে প্রথমভাগেই ম্যাচ শেষ করে ফেলে মরক্কো।
ম্যাচের মাত্র ১২ মিনিটে আর্জেন্টিনার ভুলে ফ্রি কিক পায় মরক্কো। সেখান থেকে নজরকারা এক গোল করেন বা’পায়ে ইয়াসির যাবিরি। ফের ২৯তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে নিজের ও দলের ২য় গোল করেন। ওথমানে মাম্মা গোলে সহযোগিতা করে।
আর্জেন্টিনা ৭৫ভাগ বলের দখল ও ২০বার শট নিয়েও মোটে ৩টি শটস অন টার্গেটে রাখতে পারে। আবার ৩টি সেইভই করেন মরক্কোর গোলরক্ষক ইব্রাহিম গোমিস। অপরদিকে মাত্র ৮বার শটস নিয়ে ৩বার শটস অন রেখে ২টি গোল আদা করে নেয় মরক্কো।
বিস্তারিত আসছে ….