মার্টিন ওডেগার্ড আর্সেনালের সাথে নতুন পাঁচ বছরের চুক্তি স্বাক্ষর করেছেন

মার্টিন ওডেগার্ড আর্সেনালের সাথে নতুন পাঁচ বছরের চুক্তি স্বাক্ষর করেছেন

  • প্রকাশিত হয়েছে: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৭ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

ছবিঃ(বিডিস্পোর্টসনাও)

ছবি:(ফেসবুক)

২০২৮ সালের সামার পর্যন্ত পাঁচ বছরের নতুন চুক্তিতে আর্সেনালের সাথে নিজের চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছেন আর্সেনালের ক্যাপ্টেন মার্টিন ওডেগার্ড।
[সোর্স: GOAL]

বর্তমান মাইকেল আর্টেতার নেতৃত্বে জেন গানার্সরা নিজেদের আগের ফর্ম খুজে পেয়েছে।প্রিমিয়ার লিগের অন্যতম সেরা এই মিডফিল্ডারকে পেতে চলেছে আরও পাঁচ বছর।

২০২১ সালে শীতকালীন ট্রান্সফার ইউন্ডোতে লোনে মাদ্রিদ থেকে ওডেগার্ডকে দলে নেয় আর্সেনাল।
এরপর স্থায়ী ভাবে মাদ্রিদের কাছ থেকে ৩০ মিলিয়নের বিনিময়ে ওডেগার্ডকে নিয়ে নেয় আর্সেনাল।
গানার্সদের হয়ে মোট ১১২ টি ম্যাচে ২৭ টি গোল ও ১৫ টি এসিস্ট করেন।

গত বছর সামারে আর্সেনাল ছেড়ে যখন আলেকজান্ডার লাকাজেট চলে যায় তখন মার্টিন ওডেগার্ডকে ক্লাবের ক্যাপ্টেন নিযুক্ত করা হয়। গত সপ্তাহ থেকেই ওডেগার্ডকে তার চুক্তির মেয়াদ বৃদ্ধি করার জন্য আর্সেনাল রাজি করাতে চাচ্ছিলো। এর পরের বছর সামারে ক্লাবের সাথে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যেত। কিন্তু এই চুক্তির মেয়াদ নিরাপদ করতে আর্সেনাল এবং ওডেগার্ডের দুই পক্ষই সমঝোতায় পৌছায়। ২০২৮ সাল পর্যন্ত ৫ বছরের নতুন চুক্তিতে আর্সেনাল ক্যাপ্টেন মার্টেন ওডেগার্ড ক্লাবের সাথে তার চুক্তির মেয়াদ বৃদ্ধি করে।

মার্টেন ওডেগার্ড:
“আর্সেনালে, প্রথম দিন থেকেই আমি দুর্দান্ত অনুভব করছি এবং এটা অবশ্যই আমার বাড়ি”

, , ,

মন্তব্য করুন

আরও পড়ুন এই ক্যাটেগরিতে