মৌসুমের প্রথম ম্যাচে চেলসিকে নাস্তানাবুদ করে জয় নিশ্চিত ম্যান সিটির

মৌসুমের প্রথম ম্যাচে চেলসিকে নাস্তানাবুদ করে জয় নিশ্চিত ম্যান সিটির

রাহাত ভূইঁয়া
  • প্রকাশিত হয়েছে: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৪৪ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

প্রিরিমিয়ার লিগের ২০২৪-২৫ এর মৌসুমে আজ মুখোমুখি হয়েছিলো চেলসি বনাম ম্যানচেস্টার সিটি।
মৌসুমের শুরুতেই চেলসিকে ০-২ এ হারিয়ে প্রথম ম্যাচের জয় নিশ্চিত করে নিলো ম্যানচেস্টার সিটি।আজ আরলিং হলান্ড ম্যানচেস্টার সিটির হয়ে তার ১০০ তম ম্যাচ খেলেছে।

পেপ গার্দিওয়ালার , ম্যানচেস্টার সিটি , চেলসি

মৌসুমের প্রথম ম্যাচের সাথেই ১০০ তম ম্যাচ সম্পূর্ণ করে আরলিং হলান্ড।ছবি: সংগৃহীত


১৮ মিনিটের শুরুর দিকে ডোকু খুব চমৎকার একটি পাস দেয় বারর্নাডো সিলভাকে এবং সিলভা সাথে সাথে বলটি এগিয়ে দেয়।আরলিং হলান্ড খুবই দুর্দান্ত বল কন্ট্রোলের সাথে চেলসির দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে গোল দিয়ে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে এগিয়ে দেয়।

২১ মিনিটের শেষের দিকে এবারে সাবিনহোর পাসে কেভিন ডি ব্রুইনা ডি-বক্সের বাহির থেকে শুট করেন কিন্তু তা গোল পোস্টের পাশে দিয়ে চলে যায়।
এবারে চেলসির এটাক ছিলো ৩২ মিনিটে এনকুনুকু ড্রিবলিং এর মাধ্যমে ডি বক্সের মধ্যে অবস্থানরত এনজো ফারনান্ডেজ এর কাছে বল পাস করলেও ম্যানচেস্টার সিটির ডিফেন্ডাররা তাকে বল নিতে দেয় নি।সাথে বলটি ক্লিয়ারেন্স দিয়ে দেয় ম্যানচেস্টার সিটির ডিফেন্ডাররা।
এবারে ৩৬ মিনিটে আবারো ডোকু ডি-বক্সের বাহিরে বল পেয়ে শুট করে কিন্তু অসাধারণ সেভ দেয় চেলসি গোলরক্ষক সানর্চেজ।

৩৮ মিনিটে আবারো খুব সুন্দর ভাবে চেলসি এটাক করে কিন্তু ম্যান সিটির ডিফেন্ডাররা প্রতিবারই বল আটকে দেয়।এবারে ৩৯ মিনিটে সাবিনহো ডোকুকে সুন্দর একটি সুযোগ করে দিলেও তিনি শুট করার আগেই চেলসি ডিফেন্ডাররা তাকে ঘিরে ফেলেছিলো।৪৪ মিনিটে চেলসি দুর্দান্ত এটাক এবারে সামলাতে পারেনি ম্যানচেস্টার সিটি পালমার শুট করলে এডারসন বল ফিরিয়ে দিলেও এনকুনুকু বলটি এবার ম্যান সিটির জালে ফাসিয়ে দেয়।সাথে সাথেই রেফারির সংকেত গোলটি অফসাইড।হাফ টাইমের পরে ৫১ মিনিটে ডি ব্রুইনা বারর্নাডো সিলভাকে পাস করে সিলভা হলান্ডকে।হলান্ড শুট করে কিন্তু চেলসি গোলরক্ষক সানর্চেজ আবারো দুর্দান্ত সেভ দেয়।

৮৩ মিনিটে কোভাচিচ বল নিয়ে একাই ডি-বক্সের বাহির থেকে চমৎকার কার্ল শুট দিয়ে গোল করে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে এগিয়ে দেয়।৯০+৪ মিনিটে এনজো ফারনান্ডেজ আবার শুট করে কিন্তু খুব সহজ ভাবেই বলটি ধরে এডারসন।মৌসুমের প্রথম ম্যাচের জয় নিশ্চিত করে নিয়েছে ২-০ গোলে ম্যান সিটি চেলসির বিপক্ষে।

, , ,

মন্তব্য করুন

আরও পড়ুন এই ক্যাটেগরিতে