কমিউনিটি শিল্ডে ট্রাইবেকারে ম্যান ইউনাইটেডকে হারালো ম্যান সিটি ।

কমিউনিটি শিল্ডে ট্রাইবেকারে ম্যান ইউনাইটেডকে হারালো ম্যান সিটি ।

রাহাত ভূইঁয়া
  • প্রকাশিত হয়েছে: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৬৩ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

পেপ গার্দিওয়ালা,ম্যান সিটি,ম্যান ইউনাইটেড
ট্রাইবেকারে ম্যান ইউনাইটেডকে হারিয়ে শিরোপা নিজেদের করে নিলো ম্যান সিটি | ছবি: সংগৃহীত

আজ ম্যানচেস্টার ডারবিতে ম্যানচেষ্টার ইউনাইটেডকে ১-১ (৬-৭ পেনাল্টি) হারিয়ে ম্যানচেষ্টার সিটি এএফ কমিউনিটি শিল্ডের ফাইনালের শিরোপা জয় করে নিলো। গার্দিওলার দল টানা পাঁচটি টানা পাচঁটি শিরোপা জয়ের লক্ষ নেয়। ম্যানসিটির এমসি আতি ২৩ মিনিটে গোল করার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি।বলটি ক্রস বারে গিয়ে লাগে।৩৫ মিনিটের মাথায় ক্যাসিমিরো একটি দুর্দন্ত সুযোগ করে দিয়েছিলেন রার্স্ফোডকে কিন্তু তা কাজে লাগাতে পারেনি ইংল্যান্ডের রার্স্ফোড।৫৩ মিনিটে বুর্নো ফারনান্ডেস ডি-বক্স এর বাহির থেকে শট করে গোল করে কিন্তু গোল করার সাথে সাথেই রেফারির বাঁশি,অফসাইডে ছিলেন বুর্নো।৭৪ মিনিটে আলেজান্দ্রো গার্নাচো আবারো রার্স্ফোডকে গোল করার সুযোগ করে দেন কিন্তু দুর্ভাগ্যবসত এইবার বলটি ক্রসবারের লেগে আউট হয়ে যায়।

পেপ গার্দিওয়ালা,ম্যান সিটি,ম্যান ইউনাইটেড

ট্রাইবেকারে ম্যান ইউনাইটেডকে হারিয়ে শিরোপা নিজেদের করে নিলো ম্যান সিটি | ছবি: সংগৃহীত


৫৯ মিনিটে বদলি আলেজান্দ্রো গার্নাচো ম্যানচেস্টার ইউনাইটেডর হয়ে বুর্ন ফারনান্ডেস এর অসাধারণ এসিস্টে ৮১ মিনিটে ম্যানসিটিকে ১-০ তে পিছিয়ে দেয়।৮০ মিনিটে মাঠে নেমে চমক দেখালেন বার্নাডো সিলভা।মাত্র ৮ মিনিটের ব্যবধানে অস্কার বব এর অসাধারণ পাসের বিনিময়ে চমৎকার একটি হেড দিয়ে শেষ মুহুর্তে দলকে সমতায় ফিরিয়ে আনলেন।

এএফ কমিউনিটি শিল্ড ফাইনাল ম্যাচে র্নির্ধারিত সময় শেষে পেনাল্টি শুট আউটেও ঘুরে দাঁড়াল পেপ গার্দিওয়ালার দল ম্যান সিটি।প্রতিপক্ষ ম্যান ইউনাইটেডকে ৭–৬ ব্যবধানে হারিয়ে কমিউনিটি শিল্ড ঘরে তুলল পেপ গার্দিওলার দল।

, ,

মন্তব্য করুন

আরও পড়ুন এই ক্যাটেগরিতে