হামজা চৌধুরী এবার যোগ দিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলে

হামজা চৌধুরী এবার যোগ দিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলে

  • প্রকাশিত হয়েছে: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৫ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

হামজা চৌধুরী
বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দিচ্ছেন হামজা চৌধুরী
                       

প্রবাশী ফুটবলার হামজা চৌধুরী এবার যোগ দিচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। হামজা চৌধুরীকে নিয়ে এর আগে বহু গুঞ্জন শোনা গিয়েছিল। তবে এবার আসছেন সব গুঞ্জনকে পিছে ফালিয়ে। নিশ্চিত করেছেন ন্যাশনাল টিমস কমিটির সদস্য আমের খান।

হামজা চৌধুরী

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দিচ্ছেন হামজা চৌধুরী


হামজা চৌধুরীর জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে হলেও,তিনি বাংলাদেশ ঘুরে গিয়েছেন বেশ কয়েকবার। বাংলাদেশে এর আগে হামজার আসার কারন,তার নানা বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলায়। সেই সুবাদেই বাংলাদেশে আসা। হামজা চৌধুরী খেলতে চান বাংলাদেশের হয়ে।

আরও পড়ুন: কিলিয়ান এমবাপ্পে অবশেষে রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন

ফিফা বিশ্বকাপ ২০২৬ বাছাই পর্বের বাকি ম্যাচগুলোকে সামনে রেখে,বাংলাদেশ মার্চের শুরুর দিকে কন্ডিশনাল ক্যাম করতে চায় সৌদি আরবে। তা বেশ কিছুদিন আগেই জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বর্তমান কোচ হ্যাভিয়ার কাবরেরা।

 

আমের খান বলেন, ‘হামজাকে নিয়ে আমরা কাজ করছি, চেষ্টা করছি। দেখি কী হয়। প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ৮০ ভাগ আশাবাদী যে তাকে পেতে পারি। ওদের ওখানেও কিন্তু খেলা চলছে। এখন যদি ব্রেক না পায় তাহলে তো আসতে পারবে না।’

 

হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ‘লেইস্টার সিটিতে’ খেলতেন। তিনি বর্তমানে ধারে খেলছেন, বুরটন আলবিয়নের পর খেলেছেন ওয়াটফোর্ডেও।

 

নানা জটিলতায় শেষমেশ হামজা চৌধুরী বাংলাদেশের লালা সবুজ জার্সি পরিহিত অবস্থায় খেলতে পারবেন তো! আপনার কি মনে হয়?

, , ,


Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে