পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার সুযোগ হাত ছাড়া করলো রিয়াল মাদ্রিদ লা লিগায় ফের একবার। যেখানে রিয়াল বেটিসের বিপক্ষে জিতলেই বার্সেলোনাকে পেছনে ফেলে লিগের চূড়ায় উঠে যেত লস ব্লাঙ্কোসরা। সেখানে ৫ বছর বাদে বেটিসের কাছে হেরে টেবিলের তিনে যায়গা হয়েছে মাদ্রিদের। শীর্ষে অবস্থান করছে আতলেটিকো মাদ্রিদ ৫৬ পয়েন্ট নিয়ে। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার সামনে সুযোগ রয়েছে,পরের ম্যাচে জয় তুলে শীর্ষে উঠার।
বেটিসের কাছে হারল রিয়াল মাদ্রিদ। ছবি- রিয়াল মাদ্রিদ
গতকাল (শনিবার) রাতে বেটিসের ঘরের মাঠে খেলার আমন্ত্রন পেয়েছিল মাদ্রিদ। শুরুতেই ভ্রমনকারীরা লিড পেয়ে যায়। ব্রাহিম দিয়াজের গোলে ১০ মিনিটের মাথায়ই ১-০ তে এগিয়ে যায় মাদ্রিদ। তবে ৩৪’ মিনিটে ইস্কোর করণার থেকে কারডাসো হেডে গোল করলে,সমতায় ফিরে বেটিস। ইস্কো ম্যাজিক শোতে মাদ্রিদ পয়েন্ট হারায় এই ম্যাচে। বিরতি থেকে ফিরে ইস্কোর স্পটকিক থেকে ২-১ গোলের লিড পেয়ে যায়। ৫৪’ মিনিটের নেয়া লিড ধরে রাখে বেটিস এবং শেষ হাসি বেটিসই হাসে।
এই ম্যাচ জয়ের ফলে বেটিস ৬ নম্বরে উঠে এসেছে। তাদের পরের ম্যাচ ৯ মার্চ লা লিগায় লাস পারমাসের সাথে। আর এই ম্যাচে মাদ্রিদ পয়েন্ট হারিয়ে টাইটেল রেস থেকে কিছুটা ছিটকে গেল। তবে বাকিরা পয়েন্ট হারালে মাদ্রিদের সুযোগ আছে।