চীনে খেলা স্থগিত রোনালদোর,মায়ামি ম্যাচে না থাকার আশঙ্কা

চীনে খেলা স্থগিত রোনালদোর,মায়ামি ম্যাচে না থাকার আশঙ্কা

  • প্রকাশিত হয়েছে: বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ২১৪ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

ক্রিস্টিয়ানো রোনালদো
পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো | ছবিঃ রয়টার্স
                       

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্ত পৃথিবী জুড়েই অগণিত ভক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। চলতি মাসের আগামী ২৪ ও ২৮ জানুয়ারি, রোনালদোর বর্তমান ক্লাব আল নাসরের খেলার কথা ছিল, চীনের স্বাগতিক দুই ক্লাবের বিপক্ষে। তবে তা আর হচ্ছেনা। রোনালদো পড়েছে ইনজুরির কবলে। রয়েছে ১ ফেব্রুয়ারীর ইন্টার মায়ামির সাথে রোনালদোর না খেলার আশংকা।

ক্রিস্টিয়ানো রোনালদো

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো | ছবিঃ রয়টার্স


গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করে  রোনালদোর বর্তমান ক্লাব আল নাসর। বিবৃতিতে তারা জানান, ‘আমরা দুঃখের সঙ্গে ঘোষণা করছি যে দুর্ভাগ্যজনকভাবে এবং আল নাসরের নিয়ন্ত্রণের বাইরে থাকার কারণে ২৪ ও ২৮ জানুয়ারির ম্যাচ দুটি স্থগিত করতে হচ্ছে। পরবর্তী সময়ে নতুন করে তারিখ ঠিক করা হবে।’

 

ম্যাচ বাতিল হওয়ায়, রোনালদো নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আপনারা জানেন যে ফুটবলে কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আমি ২২ বছর ধরে ফুটবল খেলছি এবং আমি এমন খেলোয়াড় যে খুব বেশি চোটে পড়িনি। তাই আমার খুব মন খারাপ। আমি চীনের এই সফরে খেলতে মুখিয়ে ছিলাম।’

 

চীনকে নিজের দ্বিতীয় ঘর উল্লেখ করে তিনি বলেন, ‘আমি ২০০৩–০৪ সাল থেকে চীনে আসছি। এটা আমার কাছে ঘরের মতোই। আমার দ্বিতীয় ঘর। আমি এখানে নিজেকে বিশেষ অনুভব করি। আমার মন খারাপ। আমি জানি, আপনাদেরও মন খারাপ। বিশেষ করে সেসব মানুষ, যাঁরা ক্রিস্টিয়ানোকে ভালোবাসেন।’

 

এদিকে পর্তুগিজ তারকার ভক্ত সমর্থকরা ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা দেখার জন্য উদগ্রীব হয়েছিলেন চীনের। রোনালদোর ম্যাচের টিকিট প্রকাশ পেলে তা মুহূর্তেই শেষ হয়ে যায় ব্যাপক আগ্রহের কারণে। রোনালদোর খেলা উপভোগ করতে বিভিন্ন আয়োজন করে রেখেছিল চীন।

 

চীনের সেই আল নাসরের ম্যাচ অনুষ্ঠিত কতৃপক্ষ আশ্বাস দিয়েছেন যে,যারা এই ম্যাচ দু’টির জন্য টিকেট ক্রয় করেছিল। তাদের টাকা ফেরত দেওয়া হবে। তাছাড়া ম্যাচ দুইটি বাতিল হয়নি। বরংচ স্থগিত হয়েছে। যার মানে অতি শীঘ্রই, পুনরায় রোনালদোকে চীনের মাটিতে খেলতে দেখতে পারবে ফুটবলপ্রেমিরা।

 

চীনে ম্যাচ দুটি সাময়িক স্থগিত হবার পর, আগামী ১ ফেব্রুয়ারি সৌদি আরবে রিয়াদ সিজন কাপে আল নাসরের জার্সিতে মেসির ইন্টার মায়ামির মুখোমুখি হওয়ার কথাও আছে রোনালদোর। তবে ইনজুরির কারণে রোনালদোকে সেই ম্যাচ খেলানোর ঝুঁকি নেবে কিনা টিম ম্যানেজমেন্ট সেটাই দেখার বিষয়।


Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে