বিপিএল ২০২৫ : একনজরে দেখে নিন চট্টগাম পর্বে‌র সময়সূচি

বিপিএল ২০২৫ : একনজরে দেখে নিন চট্টগাম পর্বে‌র সময়সূচি

  • প্রকাশিত হয়েছে: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৮১ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

বিপিএল ২০২৫,বিপিএল ২০২৫ চট্টগ্রাম পর্ব‌,চিটাগং কিংস,
বিপিএল ২০২৫ চট্টগ্রাম পর্ব‌ | ছবিঃ বিডিস্পোর্ট‌সনাও
                       

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৫ আসরের দুইটি পর্ব‌ ইতিমধ্যে খেলা হয়ে গিয়েছে।  চলমান এই টুর্নামেন্টটি মোট চারটি পর্বে অনুষ্ঠিত হবে। প্রতিটি পর্বে বিভিন্ন ভেন্যুতে ম্যাচ আয়োজন করা হবে। তবে বেশিরভাগ ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, যা বাংলাদেশ ক্রিকেটের হোম ভেন্যু হিসেবে পরিচিত। মিরপুরে ও সিলেটে ইতোমধ্যে প্রথম ও দ্বি‌তীয় পর্বের খেলা শেষ হয়েছে। তৃতীয় পর্ব চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। সবশেষে চতুর্থ পর্বে টুর্নামেন্টটি পুনরায় ঢাকায় ফিরে আসবে।

বিপিএল ২০২৫,বিপিএল ২০২৫ চট্টগ্রাম পর্ব‌,চিটাগং কিংস,

বিপিএল ২০২৫ চট্টগ্রাম পর্ব‌ | ছবিঃ বিডিস্পোর্ট‌সনাও


৬ থেকে ১৩ জানুয়ারী সিলেটে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে স্বা‌গতিক দল সিলেট স্ট্রাইকারস খেলেছে ৫টি ম্যাচ। ৪টি করে রংপুর রাইডারস ও ঢাকা ক্যাপিটালস,৩টি করে দুরবার রাজশাহী ও ফরচুন বরিশাল,চিটাগং কিংস ও খুলনা টাইগার ২টি করে ম্যাচ খেলেছে সিলেট পর্বে‌।

সিলেট পর্ব‌ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে‌ আছে ৭ ম্যাচে ৭ জয় নিয়ে রংপুর রাইডার্স‌,ক্রমানুসারে টেবিলের ২-৭ এ আছে চিটাগং কিংস,ফরচুন বরিশাল,খুলনা টাইগার্স‌ সিলেট স্ট্রাইকারস,দুরবার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস।

আরও পড়ুনঃ চ্যাম্পিয়ন্স‌ ট্রফি ২০২৫ বাংলাদেশ স্কোয়াড ঘোষনা,আছে ২ চমক

চট্টগ্রাম পর্ব‌ শুরু হবে ১৬ জানুয়ারি এবং শেষ হবে ২৩ জানুয়ারি। এই পরবে স্বা‌গতিক চিটাগং কিংস ৫টি ম্যাচ খেলবে। ঢাকা,খুলনা,রংপুর,রাজশাহী ও বরিশালের বিপক্ষে খেলবে স্বা‌গতিকরা।

বিপিএলের এবারের আসর অনেকটা প্রতিযোগিতামূলক হচ্ছে। প্রতিটি দলই নিজেদের সেরা পারফরম্যান্স দিয়ে টুর্নামেন্টের শীর্ষে থাকতে চায়। চট্টগ্রাম পর্ব শেষ হলে চতুর্থ‌ অর্থা‌ত শেষ পর্ব অনুষ্ঠিত হবে ঢাকাতে, যা শুরু হবে ২৬ জানুয়ারি। এভাবে ধাপে ধাপে এগিয়ে যাবে বিপিএল, আর দর্শকরা উপভোগ করবেন দেশের সেরা ক্রিকেট তারকাদের লড়াই।

 

একনজরে দেখে নিন চট্টগ্রাম পর্বের সময়সূচিঃ

তারিখম্যাচভেন্যুসময়
১৬ জানুয়ারিফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালচট্টগ্রামদুপুর ১টা ৩০
১৬ জানুয়ারিখুলনা টাইগার্স বনাম চিটাগাং কিংসচট্টগ্রামসন্ধ্যা ৬টা ৩০
১৭ জানুয়ারিদুর্বার রাজশাহী বনাম সিলেট স্ট্রাইকার্সচট্টগ্রামদুপুর ২টা
১৭ জানুয়ারিরংপুর রাইডার্স বনাম চিটাগাং কিংসচট্টগ্রামসন্ধ্যা ৭টা
১৯ জানুয়ারিফরচুন বরিশাল বনাম চিটাগাং কিংসচট্টগ্রামদুপুর ১টা ৩০
১৯ জানুয়ারিদুর্বার রাজশাহী বনাম খুলনা টাইগার্সচট্টগ্রামসন্ধ্যা ৬টা ৩০
২০ জানুয়ারিঢাকা ক্যাপিটাল বনাম সিলেট স্ট্রাইকার্সচট্টগ্রামদুপুর ১টা ৩০
২০ জানুয়ারিদুর্বার রাজশাহী বনাম চিটাগাং কিংসচট্টগ্রামসন্ধ্যা ৬টা ৩০
২২ জানুয়ারিঢাকা ক্যাপিটাল বনাম চিটাগাং কিংসচট্টগ্রামদুপুর ১টা ৩০
২২ জানুয়ারিফরচুন বরিশাল বনাম খুলনা টাইগার্সচট্টগ্রামসন্ধ্যা ৬টা ৩০
২৩ জানুয়ারিদুর্বার রাজশাহী বনাম রংপুর রাইডার্সচট্টগ্রামদুপুর ১টা ৩০
২৩ জানুয়ারিখুলনা টাইগার্স বনাম সিলেট স্ট্রাইকার্সচট্টগ্রামসন্ধ্যা ৬টা ৩০

, ,


Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে