চ্যাম্পিয়নস লিগ: বায়ার্নের রেকর্ডময় রাত,বার্সেলোনার মুক্তি

চ্যাম্পিয়নস লিগ: বায়ার্নের রেকর্ডময় রাত,বার্সেলোনার মুক্তি

  • প্রকাশিত হয়েছে: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫০ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

হ্যারি কেইন,বায়ার্ন মিউনিখ
গতকাল একাই করেছেন ১ হালি গোল | ছবি: এএফপি
                       

স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে চ্যাম্পিয়নস লিগে তছনছ করবার পর,এবার রেহাই পেল বার্সেলোনা। কারন ৮-২ কে পিছনে ফেলে,এবার ৯-২ এর লজ্জার রেকর্ড গড়লো ডায়নামো জাগরেব। বায়ার্ন তাদের পুরানো রেকর্ডকেই আবার ভাঙ্গলো।

হ্যারি কেইন,বায়ার্ন মিউনিখ

গতকাল একাই করেছেন ১ হালি গোল | ছবি: এএফপি


গতকাল রাতে কেইনের চার গোলের তিনটিই অবশ্য এসেছে পেনাল্টি থেকে। ১৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে যাত্রা শুরু করেন তিনি। ৫৭ মিনিটে করা গোলটি অবশ্য পেনাল্টি ছিল না। তবে ৭৩ ও ৭৮ মিনিটে আবার পেনাল্টি থেকে গোল করে নিজের এক হালি গোলের কোটা পূরণ কেইন।

বায়ার্ন মিউনিখ,চ্যাম্পিয়নস লিগ।

বায়ার্ন মিউনিখ গোল উদযাপন | ছবি: এক্স


বায়ার্নের জয়ে অন্যদের মধ্যে জোড়া গোল করেন মাইকেল ওলিস। আর একটি করে গোল করেন রাফায়েল গেরেরো, লেরয় সানে ও লেয়ন গোরেৎসকা। তবে একাধিক গোল বাতিল না হলে জয়ের ব্যবধান আরও বড় হতে পারত।

 

গতকাল বায়ার্ন বনাম ডাইনামো জাগরেব ম্যাচে ক্লাব, কোচ ও খেলোয়াড়েরা সবাই গড়েছেন নতুন নতুন রেকর্ড!

এগুলো হলো –

 

• চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এক ম্যাচে ৯ গোল করা প্রথম দল বায়ার্ন।

• চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের ইতিহাসের সবচেয়ে বড় জয়।

• চ্যাম্পিয়নস লিগে অভিষেকে একজন কোচের দ্বারা সবচেয়ে বড় ফলাফল পেয়েছে ভিনসেন্ট কোম্পানি।

• গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ৩২টি ক্লাবের মধ্যে ১৪টি ক্লাব তাদের পুরো মৌসুমে যতটা গোল করতে পেরেছে, এই ম্যাচে তার চেয়ে বেশি গোল করেছে বায়ার্ন।

• চ্যাম্পিয়ন্স লিগের শেষ ২১ ম্যাচে ৬০-৭ গোলের বিস্ময়কর স্কোর নিয়ে জিতেছে বায়ার্ন। এই প্রতিযোগিতায় যা একটি রেকর্ড।

 

ব্যাক্তিগত রেকর্ডঃ

 

• থমাস মুলার একটি ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় (১৫২)  হয়েছেন।

• চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে তিনটি পেনাল্টি গোল করলেন হ্যারি কেন।

• চ্যাম্পিয়নস লিগে ইংলিশ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলে তিনি ছাড়িয়ে গেছেন ওয়েইন রুনিকে। ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রুনির ৩০ গোলের বিপরীতে কেইনের গোল এখন ৩৩।

• ১৯৯৭ সালে থিয়েরি অঁরির পর প্রথম ফরাসি হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকে ২+ গোল করলেন মাইকেল ওলিসে।

•  এই প্রতিযোগিতায় গত ৯ সিজনে মাত্র দু’জন খেলোয়াড় বিরোধী বক্সে ১০+ টাচ করেছেন, ৭+ চান্স তৈরি করেছেন এবং খেলায় একাধিক অ্যাসিস্ট সরবরাহ করেছেন।

(১) নেইমার বনাম সেল্টিক (২০১৬)

(২) জামাল মুসিয়ালা বনাম ডাইনামো জাগরেব (২০২৪)

 

চ্যাম্পিয়নস লিগের এই জয়সহ সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছে বায়ার্ন। বুন্দেসলিগায় শীর্ষে থাকা দলটি লিগে ৩ ম্যাচ খেলে প্রতিটিতে জিতেছে।

, , , ,


Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে