বায়ার্ন মিউনিখ,আর্সেনালের হারের রাতে প্রাপ্তি দুই

বায়ার্ন মিউনিখ,আর্সেনালের হারের রাতে প্রাপ্তি দুই

  • প্রকাশিত হয়েছে: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২২৬ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

বায়ার্ন মিউনিখ,আর্সেনালের হারের রাতে প্রাপ্তি দুই
বায়ার্ন মিউনিখকে ফ্রাঙ্কফুর্ট এবং আর্সেনালকে এস্টন ভিলা আটকে দিয়েছে | ছবিঃ ফাইল
                       

বায়ার্ন মিউনিখ গত মৌসুমে, শেষের দিকের চমকে বুন্দেসলিগার ট্রফি জিতেছিল। তবে এবার আগের ভুল শুধরে, প্রথম ১২ ম্যাচে ঘটেনি কোন অঘটন। তবে গতকাল (শনিবার) ৪৮ বছর পর ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারে বায়ার্ন। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল, গত মৌসুমে ট্রফির কাছে গিয়েও ছুঁতে পারেনি। তবে গত মৌসুমে ট্রেবল জেতা ম্যান সিটিকে হারিয়ে,আর্সেনাল উঠেছিল শীর্ষে। কিন্তু, গতকাল এস্টন ভিলার কাছে ১-০ গোলের হারে আর্সেনাল শীর্ষ স্থান হারায়।

বায়ার্ন মিউনিখ,আর্সেনালের হারের রাতে প্রাপ্তি দুই

বায়ার্ন মিউনিখকে ফ্রাঙ্কফুর্ট এবং আর্সেনালকে এস্টন ভিলা আটকে দিয়েছে | ছবিঃ ফাইল


২৩-২৪ মৌসুমে বুন্দেসলিগার সেরা গোলদাতা ইংলিশ খেলোয়াড় হ্যারি কেইন ছিলেন,গতকালের ম্যাচে গোলশূন্য। তিনি প্রায় এই মৌসুমে ১৮ গোল করেছেন এখন পর্যন্ত। তার দল বায়ার্ন মিউনিখকে ৫-১ গোলের ব্যবধানে হারিয়েছে ফ্রাঙ্কফুর্ট।

 

ফ্রাঙ্কফুর্টের খেলোয়াড়রা শুরু থেকেই ম্যাচ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ফ্রাঙ্কফুর্টের হয়ে ১২তম মিনিটে ওমর মারমোশ, ৩১তম মিনিটে জুনিয়র দিনা এবিম্বে এবং ৩৬তম মিনিটে হুগো লারসন গোল করেন। ফ্রাঙ্কফুর্টের আক্রমণের ভিরে বায়ার্ন অধিনায়ক, ৪৪তম মিনিটে বায়ার্নের হয়ে এক গোল শোধ দেন ইয়োশুয়া কিমিখ।

 

দ্বিতীয়ার্ধে এসেও ফ্রাঙ্কফুর্টের আক্রমণাক্তক ভাব কমেনি। ৫০ মিনিটে দায়োত উপামেকানোর ভুল কাজে লাগিয়ে ফ্রাঙ্কফুর্টের চতুর্থ ও ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন ফরাসি মিডফিল্ডার এবিম্বে। এখানেই শেষ হয়নি। ৬০ মিনিটে আনসগার নাউফও গোল করলে ৫-১ ব্যবধানে পিছিয়ে পড়ে বায়ার্ন। পরে আর ম্যাচে ফিরতে পারেনি বায়ার্ন।

 

আর্সেনাল প্রথমার্ধের ৭ম মিনিটের গোলে ১-০ তে পিছিয়ে পরে। তারপর আর আর্সেনালের খেলোয়াড়রা গোল শোধ করতে পারেনি। এস্টন ভিলাকে উদ্ধার করেছে আর্জেন্টাইন বাজ পাখি ক্ষ্যাত এমিলিয়ানো মার্টিনেজ। যা তিনি প্রতি ম্যাচেই করে থাকেন।

 

বায়ার্ন মিউনিখ ১৩ ম্যাচ শেষে বুন্দেসলিগায় ৩২ পয়েন্ট নিয়ে ২ নম্বরে অবস্থান করছে। অপরদিকে আর্সেনাল ও ঠিক ২ নম্বরে অবস্থান করছে,তবে পয়েন্ট ৩৬। আর্সেনাল থেকে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অবস্থান করছে মোহাম্মদ সালাহ এর লিভারপুল।


Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে