বাংলার বাঘিনিরা ঘরে নিয়ে ফিরেছে ব্রোঞ্জ মেডেল। পাকিস্তানি নারী ক্রিকেটারদের ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশের নারীরা। এশিয়ান গেমসে বাংলাদেশের হাতছানি ছিল ফাইনালে উঠবার। তবে সেখানে শক্তিশালী ভারতের সাথে সেমিফাইনালে আর পেরে উঠেনি বাঘিনিরা।
বাংলাদেশকে ভারত এবং পাকিস্তানকে শ্রীলঙ্কা হারিয়ে ফাইনালে উঠেছে। তারই প্রেক্ষিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ৩য় স্থান অধিকার লড়াই হয়। যেখানে বাংলাদেশ টসে জয় লাভ করে,পাকিস্তানি নাড়ীদের ব্যাটিংয়ে পাঠায়। সেখানে শর্না ও সানজিদার সাথে পেরে উঠেনি পাকিস্তানিরা। ৬৪ রানেই আটকে দেয় পাকিস্তানকে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট নেন শর্না (৩) টি। ২ টি নেন সানজিদা। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন আলিয়া রিয়াজ ১৭(১৮)।
পাকিস্তানের এই লক্ষ্য মাত্রা বাংলাদেশ ১০ বল হাতে রেখেই উত্রে যায়। যার ফলে বাংলাদেশ পায় ব্রোঞ্জ মেডেল সম্মাননা। শামিমা ও সাথী দুজনেই ১৩ রান করে আউট হন। তবে বোলিংয়ের ওর দায়িত্বশীলতার সাথে ব্যাটিংয়েও অবদান রাখেন শর্না। ৩৩ বল খেলে ১৪ রান করে,দলের ম্যাচ জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। বাংলাদেশ ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙ্গর করে।
পাকিস্তানঃ ৬৪/৯ (২০)
আলিয়া রিয়াজ ১৭(১৮), শর্না ৪-০-১৬-৩
বাংলাদেশঃ ৬৫/৫ (১৮.২)
শর্না আক্তার ১৪*(৩৩),নাশরা সান্দু ৪-১-১০-৩
ফলাফলঃ বাংলাদেশ ৫ উইকেটে জয় লাভ করে। সম্মাননা হিসেবে (৩য় স্থান বা ব্রোঞ্জ মেডেল জয়)।