
টি-টোয়েন্টি ক্রিকেটে যেন হারই অভ্যাসে পরিণত হয়েছে বাংলাদেশের! লিটন দাসের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে জয় পেলেও এরপর থেকে টাইগারদের গল্প শুধুই হতাশার। বাকি দুই ম্যাচে পরাজয়, এরপর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচেও একই পরিণতি। সর্বশেষ তালিকায় যোগ হলো শ্রীলঙ্কার নাম, যাদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের হারে সিরিজ শুরু করেছে বাংলাদেশ।

বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। ছবি- সংগৃহীত
১০ জুলাই বৃহস্পতিবার পাল্লেকেলেতে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে লিটনরা। ব্যাটিং ইনিংসে কিছুটা দায়িত্বশীলতা দেখা গেলেও, ইনিংসের মাঝপথে রান তোলার গতি কমে যায়। বড় সংগ্রহ গড়তে না পারায় চাপ বাড়ে বোলারদের উপর।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী খেলতে থাকে শ্রীলঙ্কা। পাওয়ারপ্লেতেই তারা তুলে নেয় ৮৩ রান, যেখানে একমাত্র উইকেটটি নেন মেহেদি হাসান মিরাজ। তিনি ফেরান বিধ্বংসী ওপেনার পাথুম নিশাঙ্কাকে, যিনি মাত্র ১৬ বলে ৪২ রানের ইনিংস খেলেন।
আরও পড়ুনঃ শান্তর বিদায়: বাংলাদেশ টি-টোয়েন্টিতে কার নেতৃত্বে এগোবে
এরপর কুশল মেন্ডিসের শান্ত ও হিসেবি ব্যাটিং লঙ্কানদের জয়ের পথে নিয়ে যায়। ৫১ বলে ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। মেন্ডিস যখন আউট হন, তখন জয় অনেকটাই নিশ্চিত ছিল শ্রীলঙ্কার জন্য। কুশল পেরেরা করেন ২৫ বলে ২৪ রান এবং আভিস্কা ফার্নান্দো করেন ১৭ বলে ১১ রান।
বাংলাদেশের হয়ে বল হাতে মেহেদি হাসান মিরাজ ও রিশাদ হোসেন ৪ ওভার করে ২৪ রান দিয়ে একটি করে উইকেট নেন। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিনও একটি উইকেট তুলে নেন।
এই হারের মাধ্যমে লিটন দাসের নেতৃত্বে টানা ষষ্ঠ ম্যাচে পরাজয়ের মুখ দেখল বাংলাদেশ। ব্যর্থতার এই ধারাবাহিকতায় প্রশ্ন উঠছে অধিনায়কত্ব, ব্যাটিং গভীরতা এবং বোলিং পরিকল্পনা নিয়েও।