অঘোষিত ফাইনালে বাংলাদেশ ও মালদ্বীপ মুখোমুখি

অঘোষিত ফাইনালে বাংলাদেশ ও মালদ্বীপ মুখোমুখি

  • প্রকাশিত হয়েছে: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ২৩৭ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

                       

ফিফা কোয়ালিফায়ার রাউন্ডের প্রথম পর্বে বাংলাদেশের প্রথম বাধা মালদ্বীপ। মালদ্বীপ বাধা উত্রাতে পারলেই বাংলাদেশ চলে যাবে কোয়ালিফায়ারের মূল পর্বে। যেখানে আছে অস্ট্রেলিয়া,লেবানন ও ফিলিস্তিনের মতো বড় প্রতিপক্ষ।

বাংলাদেশের অধিনায়ক জামাল ভূইয়া(বামে) তার ঠিক (ডানে) মালদ্বীপের অধিনায়ক | ছবিঃ বাফুফে

২ লেগ বিশিষ্ট কোয়ালিফায়ার রাউন্ড-১ এ, ১ম লেগে মালদ্বীপের মালে মুখোমুখি হয় দুইদল। সেখানে ১-১ গোলে ড্র করে দুইদল। তবে আজ ঘরের মাঠে লড়বে দুইদল। আজ আর কোনো জয় ছাড়া দ্বিতীয় কোন উপায় নেই। আজ যদি ফলাফল হয় পরাজয়। তাহলে বাংলাদেশ আগামী ১ বছরেও পাবেনা ফিফা ও এএফসির কোন ম্যাচ। তো আগের মতো প্রীতি ম্যাচ খেলেই পার করতে হবে। তাই আজ বাংলাদেশের ফুটবলে মহাগুরুত্বপূর্ণ দিন। আজ বাংলাদেশ জয় ছিনিয়ে আনতে পারলে,বাংলাদেশের ফুটবল পাবে উড়ন্ত সূচনা।

মালদ্বীপের মালে সাদ উদ্দিনের গোলে বাংলাদেশের ড্র করবার পর উচ্ছ্বাস প্রকাশ | ছবিঃ বাফুফে

১ম লেগে যা ঘটেছিল মালদ্বীপে। মালদ্বীপ গোল পায় ঠিক নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে। যেখানে বাংলাদেশ ১-০ পিছিয়ে পড়ে। তবে সাদ উদ্দিনের চমকে এক্সট্রা মিনিটে গোল পায় বাংলাদেশ। ১-১ এ ড্র নিয়ে ফিরে আসে বাংলাদেশ।

 

২য় লেগের মহরণ শুরু হবে,বসুন্ধরার কিংস এড়েনা স্টোডিয়ামে বিকাল ৫ঃ৪৫ মিনিটে। খেলাটি উপভোগ করতে পারবেন টি-স্পোর্ট্সের পর্দায়।


মন্তব্য করুন

আরও পড়ুন এই ক্যাটেগরিতে