বাংলাদেশের কি ফাইনালে যাবার সুযোগ রয়েছে?

বাংলাদেশের কি ফাইনালে যাবার সুযোগ রয়েছে?

  • প্রকাশিত হয়েছে: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৩ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

bdsportsnow

এশিয়া কাপ ২০২৩ অনুষ্ঠিত হয় ওডিআই ফর্মেটে। যেখানে বাংলাদেশের ভালো কিছু মুহুর্ত ও যথার্থ আত্মবিশ্বাস রয়েছে। সেই মনমানসিকতা নিয়েই গিয়েছিল টাইগাররা। তবে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার সাথে বাজেভাবে হারলেও,আফগানিস্তানের সাথে বড় ব্যবধানে জিতে টুর্নামেন্টে টিকে থাকে।

bdsportsnow

আফগানিস্তানকে হারিয়ে সুপার ৪ নিশ্চিত করেছিল বাংলাদেশ | ছবিঃ বিসিবি

সুপার ৪ এ কোয়ালিফাই করেছে বাংলাদেশসহ ভারত,পাকিস্তান ও শ্রীলঙ্কা। এখানেই দেখে নেয়ার সুযোগ কেমন পারফরমেন্স করতে পারে বিশ্বকাপে।

লাহরের গাদ্দাফি স্টোডিয়ামে হারিস,শাহিন ও নাসিমদের কাছে ধরাশায়ী হয় বাংলাদেশ। বিশেষ করে বাংলাদেশের ওপেনাররা। ১ম পাওয়ার প্লেতেই হারিয়ে ফেলে ৪ উইকেট। সেখান থেকে সাকিব ও মুশফিক কিছুটা সহজ করে দিলেও। শেষের ব্যাটসম্যানরা ঘটায় বিপর্জয়। শেষমেষ ৫০ ওভারের আগেই ঘুটিয়ে যায় বাংলাদেশ। রান পেরুতে পারেনি ২০০ গন্ডি ও। সেই খেলা পাকিস্তান ৭ উইকেট হাতে রেখেই তারা করে ফেলে।

সুপার ৪ এর শুরুটা ভাল না হলেও। বাংলাদেশের এখনও সুযোগ রয়েছে। বাংলাদেশের সামনে রয়েছে দুই প্রতিপক্ষ ভারত ও শ্রীলঙ্কা। ফাইনালে যেতে বাংলাদেশকে এই অসম্ভব টাই সম্ভব করতে হবে। ২টির মধ্যে ২টিতেই জয় ছিনিয়ে আনতে হবে।

, , , ,

মন্তব্য করুন

আরও পড়ুন এই ক্যাটেগরিতে