ম্যান সিটিকে পিছে ফালিয়ে,কাই হাভার্টজের গোলে,ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলের শীর্ষে আর্সেনাল

ম্যান সিটিকে পিছে ফালিয়ে,কাই হাভার্টজের গোলে,ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলের শীর্ষে আর্সেনাল

  • প্রকাশিত হয়েছে: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২০০ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

English Premier League after 13th round update point table
৭৯ মিনিটে বেঞ্চ থেকে বদলি খেলোয়াড় হিসেবে এসে,জার্মান এটাকিং মিড কাই হাভার্টজ ৮৯ মিনওটে গোল করেন। তার শেষ সময়ের গোলেই আর্সেলাল প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে এসেছে। অপর দিকে লিভারপুলকে সমতায় ফিরিয়েছিলেন ৮০ মিনিটের গোলে আলেকজান্ডার আর্নল্ড | ছবিঃ বিডি স্পোর্টস নাও
                       

ইংলিশ প্রিমিয়ার লিগে ১৩ রাউন্ডে আর্সেনাল,লিভারপুল ও ম্যানচেস্টার সিটির খেলা শেষে,আর্সেনাল শীর্ষে উঠে এসেছে। ১২ রাউন্ড শেষে ম্যান সিটি টেবিল টপার ছিল। গতকাল (শনিবার) মুখোমুখি হয়েছিল লিভারপুল ও ম্যান সিটি। সেখানে হয়েছে ১-১ গোলে ড্র। অপরদিকে ব্র্যান্টফুটের সাথে ম্যাচের শেষ সময়ে, গোল করে আর্সেনালকে ৩ পয়েন্ট এনে দিয়েছে জার্মান এটাক মিড কাই হাভার্টজ।

English Premier League after 13th round update point table

৭৯ মিনিটে বেঞ্চ থেকে বদলি খেলোয়াড় হিসেবে এসে,জার্মান এটাকিং মিড কাই হাভার্টজ ৮৯ মিনওটে গোল করেন। তার শেষ সময়ের গোলেই আর্সেলাল প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে এসেছে। অপর দিকে লিভারপুলকে সমতায় ফিরিয়েছিলেন ৮০ মিনিটের গোলে আলেকজান্ডার আর্নল্ড | ছবিঃ বিডি স্পোর্টস নাও


ম্যান সিটি-লিভারপুল ম্যাচে ২৭ মিনিটে হালান্ড করলেও, লিভারপুলের রাইট ব্যাক আলেকজান্ডার আরনল্ড ৮০ মিনিটে গোল শোধ করেন। প্রিমিয়ার লিগের ১৩ রাউন্ড শেষে ম্যান সিটি ২৯ পয়েন্ট নিয়ে ২ নম্বরে,লিভারপুল ১ পয়েন্ট কম ২৮ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে এবং ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্সেনাল।

 

উল্লেখ্য যে,আজ (রবিবার) প্রিমিয়ার লিগের ১৩তম রাউন্ডের কিছু ম্যাচ বাকি রয়েছে। সেখানে নজর থাকবে হিম হিগুয়েইন সনের টটেনহামের দিকে সবার নজর থাকবে। কেননা,তারা যদি ৩ পয়েন্ট নিয়ে আসতে পারলে,লিভারপুলকে টপকে টেবিলের ৩ নম্বরে চলে আসবে টটেনহাম। ম্যান সিটি ও টটেনহামের পয়েন্ট যদি সমান ও হয়,তবুও ৩ এ থাকতে হবে। কারন হচ্ছে,ম্যান সিটি গোল ব্যবধানে এগিয়ে। আর যদি জয়ের বদলে হার কিংবা ড্র হয়,তাহলে শীর্ষ ৩ উঠা হবে না (রাউন্ড ১৩ শেষে)।


Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে