ইংলিশ প্রিমিয়ার লিগে ১৩ রাউন্ডে আর্সেনাল,লিভারপুল ও ম্যানচেস্টার সিটির খেলা শেষে,আর্সেনাল শীর্ষে উঠে এসেছে। ১২ রাউন্ড শেষে ম্যান সিটি টেবিল টপার ছিল। গতকাল (শনিবার) মুখোমুখি হয়েছিল লিভারপুল ও ম্যান সিটি। সেখানে হয়েছে ১-১ গোলে ড্র। অপরদিকে ব্র্যান্টফুটের সাথে ম্যাচের শেষ সময়ে, গোল করে আর্সেনালকে ৩ পয়েন্ট এনে দিয়েছে জার্মান এটাক মিড কাই হাভার্টজ।
ম্যান সিটি-লিভারপুল ম্যাচে ২৭ মিনিটে হালান্ড করলেও, লিভারপুলের রাইট ব্যাক আলেকজান্ডার আরনল্ড ৮০ মিনিটে গোল শোধ করেন। প্রিমিয়ার লিগের ১৩ রাউন্ড শেষে ম্যান সিটি ২৯ পয়েন্ট নিয়ে ২ নম্বরে,লিভারপুল ১ পয়েন্ট কম ২৮ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে এবং ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্সেনাল।
উল্লেখ্য যে,আজ (রবিবার) প্রিমিয়ার লিগের ১৩তম রাউন্ডের কিছু ম্যাচ বাকি রয়েছে। সেখানে নজর থাকবে হিম হিগুয়েইন সনের টটেনহামের দিকে সবার নজর থাকবে। কেননা,তারা যদি ৩ পয়েন্ট নিয়ে আসতে পারলে,লিভারপুলকে টপকে টেবিলের ৩ নম্বরে চলে আসবে টটেনহাম। ম্যান সিটি ও টটেনহামের পয়েন্ট যদি সমান ও হয়,তবুও ৩ এ থাকতে হবে। কারন হচ্ছে,ম্যান সিটি গোল ব্যবধানে এগিয়ে। আর যদি জয়ের বদলে হার কিংবা ড্র হয়,তাহলে শীর্ষ ৩ উঠা হবে না (রাউন্ড ১৩ শেষে)।