বার্সেলোনার সাথে বার্নাবিউতে ৪ গোল হজম করলো মাদ্রিদ
Ad Banner

বার্সেলোনার সাথে বার্নাবিউতে ৪ গোল হজম করলো মাদ্রিদ

  • প্রকাশিত হয়েছে: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৮৯৪ বার এই মুহূর্তে
আরএমএ ভিসা এফসিবি,Real Madrid vs Barcelona,El Clasico
এল ক্লাসিকোতে বার্সার এক হালি গোল | ছবি: এক্স
                       

জাভি হার্নান্দেজের মুর্দা দলকে,ফের একবার প্রমাণ করলেন জার্মান মাস্টার মাইন্ড হান্সি ফ্লিক। সান্তিয়াগো বার্নাবিউতে নাকি ৯০ মিনিট অনেক বড়? প্রতিপক্ষের জেতা ম্যাচ,বাজপাখির মতো ঝোবল মেরে নিজেদের করে নেয়!। সেটা কয়েকদিন আগেও করে দেখিয়েছিল ডর্টমুন্ডের (৫-২) সাথে। তবে আজ ঘরের মাঠে ছাঁদ বন্ধ করা অবস্থাতেই,লজ্জার হারের স্বাদ পায় রিয়াল মাদ্রিদ। ফ্লিকের শিষ্যরা আরও একবার ১ হালি(৪টা) গোল দেয়। এই সপ্তাহটাই বার্সেলোনার হালি সপ্তাহ বল্লেও ভুল হবেনা। প্রথমে সেভিয়া(৫-১),তারপর বায়ার্ন(৪-১),এখন মাদ্রিদ(৪-০)।

আরএমএ ভিসা এফসিবি,Real Madrid vs Barcelona,El Clasico

এল ক্লাসিকোতে বার্সার এক হালি গোল | ছবি: এক্স


হান্সি ফ্লিকের যাদু দেখেছে মাদ্রিদ। মাদ্রিদের আক্রমণ ভাগের খেলোয়াড়রা খুবই হতাশ ছিল। তার ট্যালটেকালি হাই-লাইন ডিফেন্স খুব কার্যকর হয়েছে। তিনি জানতেন,মাদ্রিদে লং বল বাড়িয়ে দেবার মত ও দ্রুত দৌড়ানোর মত খেলোয়াড় রয়েছে। তাই তিনি এই পদ্ধতি অবলম্বন করেছেন। এটা বিপদজনক হলেও,এই জু*য়াটা ভালই কাজে দিয়েছে।

আরও পড়ুন: অফসাইড কি? | অফসাইড কিভাবে হয়?

এল ক্লাসিকোর শুরুর ভাগটা গোলশূন্যই পার করেছিল দলগুলো। বার্সেলোনার হাই লাইন ডিফেন্সের ফাদে ৮ বার অফসাইডের শিকার হয় মাদ্রিদ। ৩০’ মিনিটের দিকে এমবাপ্পের গোল করার পরও,ভি.এ.আর ব্যবহারের করে দেখে গোল বাতিল করা হয়। হান্সি ফ্লিকের শিষ্যরা প্রথম ভাগটা ট্যাকটিকালি ভাল মতোই এক্সিকিউট করতে পেরেছিল। শুধু এমবাপ্পে একাই হয়েছেন ৬বার অফসাইড, সেটাও ম্যাচের ২০ মিনিটের মধ্যে চারবার। এই চারবারই পরিস্কার গোলের সুযোগ ছিল। ৩১ মিনিটে এই অফসাইডের ফাঁদেই দারুণ ফিনিশিংয়ে তাঁর গোল বাতিল হয়। দুই অর্ধ মিলিয়ে মোট ৮বার বার্সা কোচ ফ্লিকের অফসাইডের ফাঁদে পড়েছেন এমবাপ্পে, যা তাঁর ক্যারিয়ারে এক ম্যাচে সর্বোচ্চ।

হান্সি ফ্লিক,Hansi flick,Barcelona coach,

জার্মান মাস্টার মাইন্ড হান্সি ফ্লিক | ছবি: ফেসবুক


দ্বিতীয় ভাগে লেভানডফস্কির ৩ মিনিট ঝড়ে ২-০ গোলে পিছিয়ে পরে মাদ্রিদ। ৫৪’ ও ৫৬’ মিনিটের গোলের পরেও বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেছেন তিনি। যদি সেগুলোও গোলে রূপান্তর করতে পারতেন,তাহলে আরও ব্যবধান বাড়তে পারতো। তবে ৭৭’ মিনিটে প্রতি আক্রমণ থেকে, ডান পায়ে টপ কর্নার দিয়ে ১৭ বছর বয়সী লামিন ইয়ামাল দারুন এক গোল করেন। তার খানিকবাদে ৮৪’ মিনিটে মার্টিনিজের লং বল পাসে,রাফিনিয়া ডিফেন্স লাইন খালি পেয়ে,দারুন এক দৌড় নেয়। সেখান থেকে গোলকিপার লুনিন বক্স থেকে বেড়িয়ে আসতে নিলে,তার মাথার উপর দিয়ে আলতো শটে গোল করেন রাফিনিয়া।

 

এই হারে লা লিগায় বার্সারই গড়া টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছুঁতে পারল না রিয়াল। পারল না পয়েন্ট টেবিলে বার্সাকে ধরতেও। ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্লিকের বার্সা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। ৬ পয়েন্টের এই ব্যবধানই শেষ পর্যন্ত গড়ে দিতে পারে পার্থক্য।

, , , , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে