
বিশ্বকাপে বাংলাদেশ বরাবরই ব্যর্থ। তবে আজ শ্রীলঙ্কার সাথের, বিশ্বকাপের প্রথম ম্যাচে জয়,বাংলাদেশকে দেখাচ্ছে সুপার ৮ এর সপ্ন। বোলিংয়ে বাংলাদেশ ভাল করলেও,ব্যাটে সেই আগের মতো ব্যর্থ। তবে শেষমেশ ২ উইকেটের জয় পায় অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের কারনে বাংলাদেশ।

বাংলাদেশের ২০২৪ বিশ্বকাপে ১ম জয় | ছবি: ইএসপিএন
ডালাসে বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নেয়। সেখানে শ্রীলঙ্কা ভাল শুরু পায়। পাওয়ার প্লে শেষে ৫৩ রান তুলে ২ উইকেট হারিয়ে। আজ দারুন বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। দুজনই নিয়েছেন ৩ উইকেট করে। শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসে পাথুম নিশাঙ্কার ৪৭(২৮) রানই দলীয় সর্বোচ্চ। তাছড়া থানানজয়া ডি সিলভার ২১(২৬) রান শ্রীলঙ্কাকে ম্যাচে টিকে থাকার মতো অবস্থায় পৌছে দিয়েছে। ২০ ওভার শেষে শ্রীলঙ্কা ৯ উইকেট হারিয়ে ১২৪ রান তুলে মাত্র।
সহজ জয়ই পাবে ধারনা করা যাচ্ছিল। তবে বাংলাদেশ শুরুতেই উইকেট হারিয়ে ফেলে। সৌম্য সরকার এইদিনও ব্যর্থ। তুরুপের তাশ নুয়ান থুসারা ১৮ রানের খরচায় ৪ ওভারে ৪ উইকেট তুলে নেয়। সহজ ক্রমাশই হতে লাগলো কঠিন। তাওহিদ হৃদয়ের ৪০(২০) রান ও লিটন দাসের ৩৬(৩৮) বাংলাদেশকে আত্মবিশ্বাস দেয়। শেষে গিয়ে বাংলাদেশ নাটকের জন্ম দেয়। একের পর এক আশা যাওয়ার মিছিল শুরু হয়।

বুড়ো রিয়াদই বাংলাদেশের আস্থা | ছবি: সংগৃহীত
সেখানে বুড়ো হারের ভেল্কি দেখা যায় আবারও। হাতে আছে ২ উইকেট ১২ বলে লাগবে ১১। সেখান থেকে মাহমুদউল্লাহ বাংলাদেশকে জয়ের ঠিকানায় নিয়ে যায়। বাংলাদেশ তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার সাথে ২ উইকেটে জিতে নেয়।
১০ জুন এই বাংলাদেশ মাঠে নামবে তাদের ২য় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। নিউইয়র্কে রাত ৮টা বেজে ৩০ মিনিটে বল মাঠে গড়াবে।
আরও পড়ুন : আইপিএল ২০২৪ : মোস্তাফিজুর রহমানের আইপিএলে উইকেটের অর্ধশত
এই বাংলাদেশকে নিয়ে কি আশা করা যায়? বাংলাদেশ কতদূর যাবে বলে আপনি মনে করেন? তা নিচে কমেন্ট করে জানাতে পারেন।