মোস্তাফিজরা হারান না,তারা শক্তভাবে ফিরে আসতে জানেন। আইপিএলের ১৭তম আসরে মোস্তাফিজুর রহমান খেলছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। তিনি চেন্নাইয়ের হয়ে অভিষেক ম্যাচে,তুলে নিয়েছেন ফোর-ফার। তারই সাথে ২য় বাংলাদেশী হিসেবে স্পর্শ করেছেন অর্ধশত উইকেটের মাইলফলক।
চেন্নাই সুপার কিংস এই আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং আইপিএলের সফলতম দলগুলোর একটা। ধোনি এই দলের নেতা এতদিম খাতা কলমে থাকলেও,তিনি দায়িত্বভাড় তুলে দিয়েছেন রুতুরাজ গাইকওয়াদকে। তবে মাঠে তার নেতৃত্ব এখনও বহাল।
চেন্নাই স্টেডিয়ামে টসে জিতে বিরাট কোহলিরা ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুটা দারুন করে ফাফ ডু প্লিসি ও কোহলি। তবে সেখানে ৫ম ওভারে মোস্তাফিজুর রহমানের জোড়া শিকারে,চেন্নাই ফিরে পায় ফের মোমেন্টাম। আবার যখন ক্যামেরুন গ্রিন ও কোহলি ছোট জুটি গড়ে তুলেছিলেন। তখনই আবার মোস্তাফিজকে বোলিংয়ে আনা হয়। সেখানে আবারও মোস্তাফিজ শিকার করেন জোড়া উইকট। ৪ ওভার বল করে ২৯ রানের খরচে মোস্তাফিজ তুলে নেন ৪টি উইকেট। ১ম ইনিংস শেষে আরসিবি(র্যয়াল চ্যালেন্জার বেঙ্গালুররু) ১৭৩ সংগ্রহ করতে পারে।
তবে তা চেন্নাই ৮ বল হাতে রেখেই পাড় করে ফেলে। এরই সাথে চেন্নাই আইপিএল ২০২৪ আসর শরু করল জয় দিয়ে।