২০২৪ সালের উয়েফা ইউরোর আয়োজক দেশ হচ্ছে জার্মানি। ২০২৪ সালের ইউরো কাপে অংশগ্রহণ করবে ২৪ টি দল। গতকাল (শনিবার) ২৪ টি দলকে বিভক্ত করা হয়েছে ৬টি গ্রুপে। প্রতিটি গ্রুপে ৪টি করে দল। ২০২৪ উয়েফা ইউরোর সবচেয়ে কঠিন গ্রুপে পরিণত হয়েছে গ্রুপ ‘বি’। যেখানে ইতালি,ক্রোশিয়া,স্পেনের মত দল রয়েছে।
২০২৪ উয়েফা ইউরোর উদ্বোধনী ম্যাচ গড়াবে আগামী বছরের ১৫ জুন জার্মানির বার্লিনে,যেখানে লড়বে স্বাগতিক জার্মানি ও স্কটল্যান্ড। জার্মানির মিউনিখ, বার্লিন, ডর্টমুন্ড, হামবুর্গ, স্টুটগার্ট, ফ্রাঙ্কফুর্ট, কোলন, গেলসেনকিরশেন, লাইপজিগ ও ডুসেলডর্ফে বসবে ২৪ দলের লড়াই।
গত ইউরোর চ্যাম্পিয়ন ইতালি, উয়েফা ন্যাশন কাপের চ্যাম্পিয়ন স্পেইন এবং ফিফা বিশ্বকাপ ২০২২ এর ৩য় স্থানে থেকে শেষ করা ক্রোশিয়া পড়েছে একই গ্রুপে। বলা যেতেই পারে এই গ্রুপটি(বি) গ্রুপ অফ ড্যাথ। তবে সহজ গ্রুপে পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।
গ্রুপ ‘এ’: জার্মানি,হাঙ্গারি,স্কটল্যান্ড,সুইজারল্যান্ড
গ্রুপ ‘বি’: ক্রোশিয়া,আলবানিয়া,স্পেইন,ইতালি
গ্রুপ ‘সি’: ইংল্যান্ড,সোলভিনিয়া,সার্বিরিয়া,ডেনমার্ক
গ্রুপ ‘ডি’: ফ্রান্স,অস্টিরিয়া,নেদারল্যান্ডস,প্লে-অফ এ
গ্রুপ ‘ই’: বেলজিয়াম,রোমানিয়া,সোল্ভাকিয়া,প্লে-অফ বি
গ্রুপ ‘এফ’: পর্তুগাল,তুরষ্ক,চেক প্রজাতন্ত্রী,প্লে-অফ সি