

ছবি:(ফেসবুক)
আগামীকাল থেকে শুরু হচ্ছে ক্লাব পর্যায়ের সবচেয়ে আকর্ষণীয় প্রতিযোগিতা যেখানে ইউরোপের সেরা সেরা ক্লাবগুলো খেলবে।
২০২৩-২৪ ইউসিএল ফাইনাল হবে ইংল্যান্ডের ওয়েম্বলি তে।
চলুন একটা আলোচনা করি গ্রুপ পর্ব থেকে কোন কোন দল কোয়ালিফাই করতে পারে৷
গ্রুপ- এ
গ্রুপ A তে যে বায়ার্ন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করবে এটা নিশ্চিত। বায়ার্নের স্ট্রাইকার নিয়ে সমস্যাও শেষ কারণ হ্যারি কেইন এখন বায়ার্নে। তাই বলা যায়, বায়ার্ন ও ম্যান ইউ কোয়ালিফাই করতে পারে।
আবার ইউনাইটেডকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করতে পারে গালাতাসারে৷
কারণ,ইউনাইটেড ক্লাবের ইন্টার্নাল যেসব সমস্যা ও মাঠে পার্ফমেন্সও খুব একটা ভালো না।
গ্রুপ – বি
গ্রুপ B থেকে তেমন যাচাই করার প্রয়োজন নেই৷ রিসেন্ট ফর্ম বিবেচনা করে বলা যায়,গ্রুপ চ্যাম্পিয়ন হবে আর্সেনাল, এবং রানার্স আপ হবে পিএসভি৷ এছাড়া সেভিয়াও কোয়ালিফাই করতে পারে,কারণ রামোস এখন এই দলের হয়ে খেলবেন।
গ্রুপ – সি
ইউরোপীয়ান চ্যাম্পিয়নস লীগের সবথেকে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ গ্রুপ চ্যাম্পিয়ন হবে এতে কোন সন্দেহ নেই। নেপোলির জন্য ইউনিউন বার্লিন মাথাব্যথার কারণ হতে পারে।
কিন্তু খুব বেশি ধারণা করা যাচ্ছে নেপোলিই রানার্সআাপ হয়ে কোয়ালিয়াফাই করবে।
গ্রুপ – ডি
গ্রুপ D এর চ্যাম্পিয়ন্স লীগে বেনফিকা ও ইন্টারের ইতিহাস ও বর্তমান ফর্ম বিবেচনা করলে এদের মধ্যেই গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ হওয়া উচিত৷ বিশেষ করে ইন্টার মিলানের সাইনিংগুলো বেশ কার্যকরী হয়েছে। তাই ইন্টার মিলান গ্র্যপ চ্যাম্পিয়ন এবং বেনফিকা রানার্স আপ হবে বলাই যায়৷
গ্রুপ – ই
এই গ্রুপ-এ ফেইনুর্ডের লীগের পার্ফমেন্স বেশ ভালো । গত সীজনেও চ্যাম্পিয়ন হয়েছিল সম্ভবত৷ তাই মনে হচ্ছে ওরাই গ্রুপে টপ করবে৷ ঐদিকে এটলেটিকো মাদ্রিদ সেকেন্ড হলেও অবাক হবো না।
গ্রুপ – এফ
এই গ্রুপ হবে সবচেয়ে বেশি চেলেঞ্জিং…
এসি মিলান চেম্পিয়ান হবে এতে সন্দেহ নেই ৷কারণ ভালো সাইনিং আর অভিজ্ঞ কোচ নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন এরাই হবে৷ ঐদিকে নিউক্যাসেল বা ডর্টমুন্ডও অঘটন ঘটিয়ে দিতে পারে৷ তবে পিএসজি ২য় হবে এতেও কোন সন্দেহ নেই।
গ্রুপ-জি
এই গ্রুপ নিয়ে আলোচনা করে লাভ নেই৷ গ্রুপ চ্যাম্পিয়নঃ ম্যানচেস্টার সিটি, রানার্স আপঃ লিপজিগ৷
গ্রুপ – এইচ
বার্সেলোনার গত দুই সীজনের হতাশাজনক পার্ফমেন্সে কিছুটা ডাউট থাকলেও, নতুন সাইনিং ও রিসেন্ট ফর্ম বিবেচনায় খুব সহজেই বলা যায় বার্সেলোনা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পার করবে। আর দ্বিতীয় হতে পারে, ২০০৪ এর ইউসিএল জয়ী পোর্তো।
আপনার মতে কোন ৪ দল সেমি ফাইনাল খেলবে?
আর এবারের চ্যাম্পিয়ন কে হবে?