
রংপুর রাইডার্স সর্বশেষ দল হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল ২০২৬) এবারের আসরে প্লে অফ নিশ্চিত করলো। আজ (শনিবার) দিনের শুরুর খেলায় রংপুরের কাছে ঢাকা ক্যাপিটালস ১১ রানে হেরে নোয়াখালীর পর দ্বিতীয় দল হিসেবে প্লে অফ থেকে ছিটকে গেল।
ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ব্যাট করতে নেমে রংপুর দল শুরুতেই আক্রমণাত্মক সূচনা দেয়। ওপেনিং জুটি মালান ও হৃদয় একত্রে ১২৬ রান যোগ করে। ৪৯ বলে ৭৮ রান করে মালান আউট হলে ক্রিজে নামেন কাইল মায়ার্স।
হৃদয় ৬২ রানের ব্যক্তিগত স্কোরে ফেরেন। চলতি আসরে এটি তার ওপেনিং হিসেবে তৃতীয় অর্ধশতক। রংপুরের অধিনায়ক লিটন নিজের প্রথম ইনিংসে কোনো রান করতে পারেননি এবং শূন্য রানে আউট হন। শেষদিকে মায়ার্স ২৪ রানের ইনিংসের সহায়তায় রংপুর ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান করে।
আরও পড়ুনঃ এল ক্লাসিকো ফাইনালে রাফিনহার জোড়া গোল
ঢাকার পক্ষে ২ উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন, আর তাসকিন ও মারুফ মৃধা ১টি করে উইকেট শিকার করেন।
১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানি ব্যাটার ঝোড়ো শুরু করলেও অপর ওপেনার আল মামুন শূন্য রানে আউট হন। উসমান ১৮ বলে ৩১ রান করে ফিরে যান। সাইফ হাসান, সাব্বির ও শামিম নাসির যথাযথ অবদান রাখতে পারেননি। বিশেষ করে এবারের বিপিএলে নিজের ফর্মে পুরোপুরি ব্যর্থ হন বিশ্বকাপ স্কোয়াডের ওপেনার সাইফ হাসান।
ঢাকার ব্যর্থ অধিনায়ক মোহাম্মদ মিঠুনও ২৯ বলে মাত্র ২৫ রান করে আউট হন। নিয়মিত উইকেট হারায় দলের উপর চাপ তৈরি হয়। শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিন ৩০ বলে ৫৮ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেললেও যথাযথ সঙ্গ না থাকায় জয়ের আশা শেষ পর্যন্ত পূর্ণ হয়নি। ঢাকা ১৭১ রানে থেমে যায়।
এই হারের ফলে ঢাকা দ্বিতীয় দল হিসেবে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল, আর রংপুর চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করলো। ইতিমধ্যে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটও প্লে অফ নিশ্চিত করেছে।