
জাতীয় দলের খেলোয়াড়দের জাতীয় সংসদ নির্বাচন–কেন্দ্রিক প্রচারণায় ব্যবহার না করার বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সোমবার এক সরকারি চিঠির মাধ্যমে এই নির্দেশনা জানায় সংস্থাটি।
চিঠিতে এনএসসি জানায়, জাতীয় দলের খেলোয়াড়রা দেশের গর্ব এবং জাতীয় ঐক্যের প্রতীক। তাঁদের ভাবমূর্তি রাজনৈতিক কার্যক্রম বা জাতীয় সংসদ নির্বাচন–সংক্রান্ত প্রচারণার সঙ্গে যুক্ত হওয়া ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা ও পবিত্রতার জন্য ক্ষতিকর।
এনএসসি আরও উল্লেখ করে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিছু মহল বা ব্যক্তি বিভিন্ন খেলোয়াড়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করছেন। এটি ক্রীড়ানীতির পরিপন্থী এবং দেশের সুস্থ ক্রীড়া পরিবেশকে নষ্ট করতে পারে।
আরও পড়ুনঃ
বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ দলের কাছে ২ হালি গোলে উড়ে গেল ব্রুনাই
মুশফিকের শততম টেস্টে আইরিশদের বিপক্ষে বাংলাদেশের স্মরণীয় জয়
বার্সার রাজকীয় প্রত্যাবর্তন! ক্যাম্প ন্যুতে চার গোলের উৎসব
পরিষদের নির্দেশনা অনুযায়ী—
জাতীয় দলের কোনো খেলোয়াড়কে সরাসরি বা পরোক্ষভাবে কোনো দলের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাবে না।
কোনো প্রার্থীর পক্ষে প্রচার, নির্বাচনী মঞ্চে উপস্থিতি, কিংবা প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেওয়াও সম্পূর্ণ নিষিদ্ধ।
খেলোয়াড়দের কেবল ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমেই দেশের সুনাম ধরে রাখতে হবে এবং এনএসসির নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।
এনএসসি সতর্ক করেছে, নির্দেশনার ব্যত্যয় দেশের ক্রীড়া অঙ্গনে মারাত্মক প্রভাব ফেলতে পারে। সংশ্লিষ্ট সবাইকে এই বিধিনিষেধ যথাযথভাবে পালন করার তাগিদও দেওয়া হয়েছে।