২০২৭ পর্যন্ত জাতীয় দলের সহকারী কোচ সালাউদ্দিন, বেড়েছে বেতনও
Ad Banner

২০২৭ পর্যন্ত জাতীয় দলের সহকারী কোচ সালাউদ্দিন, বেড়েছে বেতনও

  • প্রকাশিত হয়েছে: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২০৬ বার এই মুহূর্তে
জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ছবি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ | ছবিঃ সংগৃহীত
                       

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনের পথচলা শুরু হয়েছিল গত বছরের নভেম্বরে। তখন তাকে নিয়োগ দেওয়া হয়েছিল অস্থায়ী ভিত্তিতে, সীমিত সময়ের একটি চুক্তির আওতায়। কিন্তু স্বল্প মেয়াদে দায়িত্বে থেকেও তিনি যে পেশাদারিত্ব এবং দক্ষতার পরিচয় দিয়েছেন, তাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার ওপর দীর্ঘমেয়াদি আস্থা রাখতে বাধ্য হয়েছে।

জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ছবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ | ছবিঃ সংগৃহীত


সম্প্রতি বিসিবি সালাউদ্দিনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত নবায়ন করেছে। শুধু দায়িত্বের মেয়াদই নয়, তার পারিশ্রমিকেও আনা হয়েছে বড়সড় পরিবর্তন। পূর্বে তার বেতন যেখানে ৭ থেকে ৮ লাখ টাকার মধ্যে ছিল, সেখানে এখন তা বেড়ে হয়েছে ৯ লাখ ৬১ হাজার টাকা, অর্থাৎ প্রায় ১০ লাখ টাকা। দেশের একটি অনলাইন সংবাদমাধ্যম বিসিবির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।

সালাউদ্দিনের কোচিং ক্যারিয়ার বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সুপরিচিত। তিনি বিপিএলসহ বিভিন্ন ঘরোয়া লিগে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন এবং অনেক খেলোয়াড়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবুও জাতীয় দলের সঙ্গে নিয়মিত কাজ করার সুযোগ তার কেরিয়ারে ছিল না বললেই চলে।

আরো পড়ুনঃ মাহেদী হাসানের দুর্দান্ত বোলিং,বিদেশের মাটিতে লিটনের নেতৃত্বে ১ম টি-টোয়েন্টি সিরিজ জয়

২০২৩ সালে বিসিবির সভাপতির পদে পরিবর্তন আসে। নতুন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর বোর্ড নতুনভাবে ভাবতে শুরু করে এবং তারই অংশ হিসেবে সালাউদ্দিনকে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। শুরুতে তার চুক্তি ছিল ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত। তবে তার কাজের মান এবং খেলোয়াড়দের সঙ্গে বোঝাপড়া বিসিবির সন্তুষ্টি অর্জন করেছে বলেই বোর্ড তাকে দীর্ঘমেয়াদে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে জাতীয় দলে ব্যাটিং কোচের স্থায়ী কেউ নেই। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকে ডেভিড হেম্প দায়িত্বে নেই, ফলে ব্যাটিং কোচের কাজও অনেকাংশে সামলাচ্ছেন সালাউদ্দিন। যদিও সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটারদের পারফরম্যান্সে কিছুটা চড়াই-উতরাই দেখা গেছে, তবুও সালাউদ্দিনের ভূমিকা নিয়ে বোর্ড সংশয়ে নেই।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই বিষয়ে জানিয়েছেন, একজন কোচকে তার কাজের ফল দেখানোর জন্য পর্যাপ্ত সময় দেওয়া উচিত। বিশেষ করে ব্যাটিং কোচদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকা জরুরি। তাই সালাউদ্দিনকে সরিয়ে দেওয়ার কথা আপাতত বিবেচনায় নেই। বরং তার সঙ্গে করা নতুন দীর্ঘমেয়াদি চুক্তি বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনারই অংশ।

, , , , , , , , , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে