নিসন্দেহে আপনাকে যদি জিজ্ঞেস করা হয়,সর্বকালের সেরা খেলোয়াড় কে?অকপটেই আপনি ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসির নাম বলে ফেলবেন। তারা দু’জন এখনও মাঠে নিজেদের সেরাটা দিয়ে যাচ্ছেন। বয়স হলেও রেকর্ডের ফুলঝুড়ি ছড়াচ্ছেন এই দুই ফুটবলার। মাঠে নামলেই রেকর্ড ভাঙা-গড়ায় মাতেন তারা। নিজেদের প্রতিনিয়তই সমৃদ্ধ করে যাচ্ছেন এই সেরা দুই খেলোয়াড়।
রোনালদোর ইউটিউব চ্যানেলে আসছেন মেসি | ছবি: সংগৃহীত
এর আগে ফিফা-২০২২ বিশ্বকাপের আগে নিজেদের ভ্যারিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছিলেন মেসি এবং রোনালদো। যেখানে দেখা যায় মেসি এবং রোনালদো দাবা খেলায় ব্যস্ত। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ফুটবলারদের এক ফ্রেমে ঘিরে গুঞ্জন শুরু হয়। তবে সেটি ছিল ফ্যাশন হাউজের ব্রিফকেসের ওপর।
এবার এক ফ্রেমে মেসি-রোনালদোকে দেখতে যাচ্ছেন ফুটবলপ্রেমীরা! এমনটায় গুঞ্জন উঠেছে ফুটবলাঙ্গনে। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টকে কেন্দ্র করে এই গুঞ্জনটি উঠেছে। রোনালদোর ছবি ক্যাপশনে দিয়ে লেখা ‘ ইন্টারনেটের একটি রেকর্ড ভাঙতে যাচ্ছি আমরা।’ এই পোস্টকে কেন্দ্র করে নেট পাড়ায় মেসি-রোনালদোর এক ফ্রেমে আসা ঘিরে গুঞ্জন চলছে।
আরও পড়ুনঃ ঋতুপর্ণা চাকমা: এই টাকা দিয়ে কি করবেন!
এ সম্পর্কে পোস্ট করেছেন বিখ্যাত ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও। রোনালদোর ছবির দিয়ে ক্যাপশনে লিখেন , ‘খুব তাড়াতাড়ি নতুন একজন অতিথি আসবেন ক্রিস্টিয়ানোর চ্যানেলে। আমরা ইন্টারনেটে রেকর্ড ভাঙতে যাচ্ছি।’ অনেকে ধারণা করছেন, রোনালদোর ইউটিউব চ্যানেলে অতিথি হয়ে খোদ মেসিই আসবেন।
বয়স হলেও এখনও একে অপরকে মাঠের ফুটবলে ছাড়িয়ে যাওয়ার নেশা কমেনি,খেলে যাচ্ছেন সাবলীল ফুটবল। লা লিগায় দীর্ঘদিন খেলেছেন মেসি-রোনালদো। মেসি ছিলেন বার্সেলোনায় এবং রোনালদো রিয়াল মাদ্রিদে। সেখানে প্রায় সময় তাদেরকে একে অপরের বিপক্ষে মাঠে দেখা যেত। কিন্তু বর্তমানে দুই জন দুই মহাদেশের ক্লাবে খেলছেন। এখন আর তাদের একই মাঠে দেখতে পারেন না ফুটবলপ্রেমীরা।
দীর্ঘ দিন পর পছন্দের এই দুই ফুটবলারকে এক সঙ্গে দেখতে পারবেন তারা। যদি রোনালদোর ইউটিউব চ্যানেলে মেসি অতিথি হিসেবে আসেন তাহলে ফুটবলপ্রেমীরা কতটা আনন্দিত হবেন তা আর বলার অপেক্ষা রাখে না।