বাফুফে বন্ধ করতে বলেছে কাজী সালাউদ্দিন ও কিরণের পদত্যাগের দাবি

বাফুফে বন্ধ করতে বলেছে কাজী সালাউদ্দিন ও কিরণের পদত্যাগের দাবি

  • প্রকাশিত হয়েছে: সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৩৩ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

বাফুফে,বাংলাদেশ ফুটবল ফেডারেশন,কাজী সালাউদ্দিন,কিরণ,ফিফা নিয়ম।
লং মার্চ টু বাফুফের ডাক হতে পারে বাংলাদেশ ফুটবলের জন্য অন্ধকারের অধ্যায় | ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে গতকাল (রবিবার) মার্চ টু বাফুফে ঘোষণা করে “বাংলাদেশ ফুটবল আলট্রাস”। তবে ফিফা’ থেকে নিষেধাজ্ঞার শংকা এড়াতে দেশের ফুটবলের স্বার্থে সমর্থকদের আলোচিত এই সংগঠনকে আন্দোলন বন্ধ করতে অনুরোধ করেছেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

বাফুফে,বাংলাদেশ ফুটবল ফেডারেশন,কাজী সালাউদ্দিন,কিরণ,ফিফা নিয়ম।

লং মার্চ টু বাফুফের ডাক হতে পারে বাংলাদেশ ফুটবলের জন্য অন্ধকারের অধ্যায় | ছবি: সংগৃহীত


কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে আওয়ামীলীগ সরকার পতনের পর,বাংলাদেশ ফুটবল ফেডারেশন সংস্কারের দাবি তুলে ‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’। বাফুফের তিন কর্মকর্তার পদত্যাগের দাবির একটি পূরণ হয়েছে ফুটবল সমর্থক এই সংগঠনটির। চার মেয়াদের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী পদত্যাগ করেছেন ইতিমধ্যে।

আরও পড়ুন: কেভিন ডি ব্রুইনে: সৌদি লিগে যাওয়ার পথ উন্মুক্ত!

বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ও তার আস্থাভাজন মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগের দাবিতে রবিবার সকালে ‘মার্চ টু বাফুফে’ কর্মসূচি পালন করে বাংলাদেশ ফুটবল আলট্রাস। সংগঠনটির দাবিগুলো নির্বাহী কমিটিতে জানানো হয়েছে বলেছেন বাফুফে সাধারণ সম্পাদক। ক্যাম্প থেকে নারী ফুটবলারদের ছুটি দেয়া হয়েছে বলেও জানান তিনি।

 

এর আগে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন,এক উশকানীমূলক এক বিবৃতি দিয়ে এই বলেন যে,ফুটবল আল্ট্রাস কে বা কারা? তাদের আমি চিনি না। তার প্রতি উত্তরে তারা তাদের ফেসবুক পেজ থেকে এর চরম নিন্দা জানায়। এর পরেই কঠোর সিদ্ধান্তে উপনীত হয়। অবশ্য সাবেক সরকার(শেখ হাসিনা) পতনের পর থেকেই,তারা বাফুফে তিন কর্তার পদত্যাগের দাবি জানায়।

 

ময়লা নির্দিষ্ট স্থানে ফেলুন

( জনস্বার্থে ‘বিডি স্পোর্টস নাও’)

, , , ,

মন্তব্য করুন

আরও পড়ুন এই ক্যাটেগরিতে