বিপিএল শুরুতেই দুঃসংবাদ পেল ফরচুন বরিশাল।
Ad Banner

বিপিএল শুরুতেই দুঃসংবাদ পেল ফরচুন বরিশাল।

মোঃফয়সাল হোসেন
  • প্রকাশিত হয়েছে: শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৫১৬ বার এই মুহূর্তে
Fortune Barisal got the big bad news of the start of BPL
ফরচুন বরিশালের স্কোয়ার্ড।ছবিঃ ফেসবুক
                       

আজ শুক্রবার পর্দা উঠছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট আসর বিপিএল। উদ্বোধনী দিনে দুপুরে মুখোমূখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে দুর্দান্ত ঢাকা এবং সন্ধ্যায় সিলেট স্ট্রাইকার্স এর সাথে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ইতোমধ্যে প্রত্যেক দলই তাদের প্রস্তুতি সেরে নিয়েছে।অনেক বিদেশি খেলোয়ার চলে এসেছে।বিপিএলের দ্বিতীয় দিনে মাঠে নামবে ফরচুন বরিশালের সাথে রংপুর রাইডারস।তার আগেই বড় দুঃসংবাদ পেল ফরচুন বরিশাল দলটি।নিজের প্রস্তুতি ম্যাচে ব্যাট করতে গিয়ে ইনজুরিতে পড়েছেন দলটির অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুসফিকুর রহিম।

অনুশীলনে ফরচুন বরিশালের জার্সি গায়ে ক্রিকেটার মুশফিকুর রহীম। ছবিঃ ফেসবুক

অনুশীলনে ফরচুন বরিশালের জার্সি গায়ে ক্রিকেটার মুশফিকুর রহীম। ছবিঃ ফেসবুকগত ১৮ জানুয়ারি (বৃহস্পতিবার) নিজেদের মধ্যে দুই ভাগে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলে ফরচুন বরিশাল। সে ম্যাচের আগে নেটে অনুশীলন করতে গিয়ে পায়ে ব্যথা পেয়ে নেট ছাড়েন দলটির অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তাই নেট থেকে তখনই উঠে যান তিনি। নিজেদের প্রথম ম্যাচে মুশফিকুর রহিম খেলতে নামবেন কিনা সেটা এখনও অনিশ্চিত।

এদিকে দীর্ঘদিন পর মাঠে নেমে শুরুটা তেমন ভালো হয়নি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের। ২০২৩ সালের সেপ্টেম্বরের পর এই প্রথমবার মাঠে ২২ গজে দেখা গিয়েছে বাংলাদেশের এই সাবেক অধিনায়ককে।শুরুতে ভালো করতে না পারলেও শেষদিকে হাত খুলে খেলতে দেখা গিয়েছে।

এদিকে ফরচুন বরিশালের পরামর্শক হিসেবে ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ান কোচ ডেভ হোয়াটমোর।বিপিএলে প্রথমবারের মতো দায়িত্ব নিচ্ছেন ডেভ হোয়াটমোর। যদিও বাংলাদেশে তিনি বাংলাদেশে নতুন নন। এর আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিংয়ের দায়িত্বে ছিলেন তিনি। বাংলাদেশের আগে শ্রীলঙ্কার হয়ে দুই দফায় কোচের দায়িত্ব পালন করেন তিনি।

বিপিএলের ১০ম আসরে ফরচুন বরিশালের স্কোয়ার্ডঃ

তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৈয়দ খালেদ আহমেদ,সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার,মুসফিকুর রহিম, রকিবুল হাসান, তাইজুল ইসলাম, দীনেশ চান্দিমাল ও প্রান্তিক নওরোজ নাবিল, ইবরাহিম জাদরান, শোয়েব মালিক, মোহাম্মদ সাইফুদ্দিন,পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, দুনিথ ভেল্লালাগে।

,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে