বিপিএল ২০২৫ : একনজরে দেখে নিন সিলেট পর্বে‌র সময়সূচি

বিপিএল ২০২৫ : একনজরে দেখে নিন সিলেট পর্বে‌র সময়সূচি

  • প্রকাশিত হয়েছে: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২০৩ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

bpl 2025,bangladesh premier league,বিপিএল,বিপিএল ২০২৫,
আগামী সোমবার শুরু বিপিএলের সিলেট পর্ব। ছবি- সংগৃহীত
                       

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৫ আসর শুরু হয়েছে সপ্তাহখানেক আগে। চলমান এই টুর্নামেন্টটি মোট চারটি পর্বে অনুষ্ঠিত হবে। প্রতিটি পর্বে বিভিন্ন ভেন্যুতে ম্যাচ আয়োজন করা হবে। তবে বেশিরভাগ ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, যা বাংলাদেশ ক্রিকেটের হোম ভেন্যু হিসেবে পরিচিত। মিরপুরে ইতোমধ্যে প্রথম পর্বের খেলা শেষ হয়েছে। এরপরে দ্বিতীয় ও তৃতীয় পর্ব সিলেট ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। সবশেষে চতুর্থ পর্বে টুর্নামেন্টটি পুনরায় ঢাকায় ফিরে আসবে।

bpl 2025,bangladesh premier league,বিপিএল,বিপিএল ২০২৫,

আগামী সোমবার শুরু বিপিএলের সিলেট পর্ব। ছবি- সংগৃহীত


ঢাকার প্রথম পর্বে খুব বেশি ম্যাচ রাখা হয়নি। ২০২৪ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৩ জানুয়ারি পর্যন্ত প্রথম পর্বে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এই পর্বে সর্বোচ্চ ৩টি করে ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স, দুর্দান্ত রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালস। রংপুর রাইডার্স তিনটি ম্যাচেই জয়ী হয়ে শীর্ষ অবস্থানে থেকে ঢাকার প্রথম পর্ব শেষ করেছে। অন্যদিকে রাজশাহী তিন ম্যাচে একটি মাত্র জয় পেয়েছে এবং ঢাকা ক্যাপিটালস কোনো ম্যাচেই জিততে পারেনি। ফলে তারা সিলেটের পথে নামবে পয়েন্ট টেবিলের নিচের দিক থেকে।

এছাড়া খুলনা টাইগার্স দুটি ম্যাচ খেলে উভয়টিতে জয়ী হয়েছে। চিটাগাং কিংস দুটি ম্যাচে একটি জয় এবং একটি হার নিয়ে টুর্নামেন্টের পরবর্তী ধাপে প্রবেশ করবে। ফরচুন বরিশালও দুটি ম্যাচে একটি করে জয় এবং হার নিয়ে পরবর্তী পর্বে অংশ নেবে। অন্যদিকে, সিলেট স্ট্রাইকার্স তাদের একমাত্র ম্যাচে পরাজিত হয়ে সিলেট পর্বে অংশ নিতে যাচ্ছে।

আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের দ্বিতীয় পর্ব, যা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই পর্বটি চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত, যেখানে মোট ১২টি ম্যাচ খেলা হবে। ঘরের মাঠে সিলেট স্ট্রাইকার্স সবচেয়ে বেশি পাঁচটি ম্যাচ খেলবে। সিলেট পর্বে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ জানুয়ারি, যেখানে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স।

সিলেট পর্বের ম্যাচগুলো ঘরের মাঠের সুবিধা পাবে সিলেট স্ট্রাইকার্স। দলের অধিনায়ক আরিফুল হকের নেতৃত্বে দলটি ঘরের মাঠে ভালো পারফর্ম করার জন্য উদগ্রীব। অন্যদিকে, ঢাকার প্রথম পর্বে দুর্দান্ত পারফর্ম করা রংপুর রাইডার্স তাদের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবে।

বিপিএলের এবারের আসর অনেকটা প্রতিযোগিতামূলক হচ্ছে। প্রতিটি দলই নিজেদের সেরা পারফরম্যান্স দিয়ে টুর্নামেন্টের শীর্ষে থাকতে চায়। সিলেট পর্ব শেষ হলে তৃতীয় পর্ব অনুষ্ঠিত হবে চট্টগ্রামে, যা শুরু হবে ১৬ জানুয়ারি। এভাবে ধাপে ধাপে এগিয়ে যাবে বিপিএল, আর দর্শকরা উপভোগ করবেন দেশের সেরা ক্রিকেট তারকাদের লড়াই।

 

একনজরে দেখে নিন সিলেট পর্বের সময়সূচিঃ

তারিখম্যাচসময়
৬ জানুয়ারিসিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইডার্সদুপুর ১টা ৩০
৬ জানুয়ারিদুর্বার রাজশাহী বনাম ফরচুন বরিশালসন্ধ্যা ৬টা ৩০
৭ জানুয়ারিরংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসদুপুর ১টা ৩০
৭ জানুয়ারিফরচুন বরিশাল বনাম সিলেট স্ট্রাইকার্সসন্ধ্যা ৬টা ৩০
৯ জানুয়ারিফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্সদুপুর ১টা ৩০
৯ জানুয়ারিঢাকা ক্যাপিটালস বনাম চিটাগং কিংসসন্ধ্যা ৬টা ৩০
১০ জানুয়ারিদুর্বার রাজশাহী বনাম খুলনা টাইগার্সদুপুর ২টা
১০ জানুয়ারিঢাকা ক্যাপিটালস বনাম সিলেট স্ট্রাইকার্সসন্ধ্যা ৭টা
১২ জানুয়ারিখুলনা টাইগার্স বনাম সিলেট স্ট্রাইকার্সদুপুর ১টা ৩০
১২ জানুয়ারিদুর্বার রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালসসন্ধ্যা ৬টা ৩০
১৩ জানুয়ারিচিটাগং কিংস বনাম সিলেট স্ট্রাইকার্সদুপুর ১টা ৩০
১৩ জানুয়ারিরংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্সসন্ধ্যা ৬টা ৩০

, ,


1 Comment

  1. মেহেদী খান says:

    আমার খুব ভালো লেগেছে

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে