
সিলেটে পর্দা উঠেছে বিপিএলের দ্বাদশ আসরের, কিন্তু শুরুতেই তৈরি হয়েছে এক অদ্ভুত কৌতূহল। শুক্রবার দুপুরে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও চোখে পড়েনি এবারের আসরের সবচেয়ে আলোচিত বিষয়—নতুন ট্রফি। মাঠে ম্যাচ চলছে, গ্যালারিতে দর্শকের উপস্থিতি চোখে পড়ার মতো, অথচ ট্রফির অনুপস্থিতি নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট অঙ্গনে।
বিসিবি সূত্রের বরাতে জানা গেছে, টুর্নামেন্ট শুরুর আগেই ট্রফি দেশে এসে পৌঁছেছিল। তবে সেটি বিপিএল গভর্নিং কাউন্সিলের মন জয় করতে পারেনি। নকশা ও গুণগত মান নিয়ে আপত্তি ওঠায় শেষ পর্যন্ত ট্রফিটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে নতুন করে ট্রফি তৈরির পথে হাঁটতে হয় বোর্ডকে।
বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগের ট্রফির নকশা ছিল খুবই সাধারণ ও প্রচলিত ধাঁচের। সেই কারণেই ভিন্ন ও আকর্ষণীয় কিছু করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু পরিবর্তন করে যে ট্রফিটি তৈরি করা হয়েছিল, সেটিও প্রত্যাশা অনুযায়ী হয়নি। তাই সব দিক বিবেচনায় আবার নতুন ট্রফির অর্ডার দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ আইপিএল ২০২৬: সব দলের পূর্ণ দল ও খেলোয়াড় তালিকা
নতুন ট্রফিটি তৈরি করা হচ্ছে দুবাইয়ে। এতে ব্যবহার করা হচ্ছে হীরা, আর এর পেছনে ব্যয় হচ্ছে প্রায় ২৫ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় সাড়ে ৩০ লাখেরও বেশি। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, ট্রফির অর্ডার ইতোমধ্যে দেওয়া হয়েছে। কিছুটা সময় লাগলেও খুব শিগগিরই সেটি হাতে পাওয়ার আশা করছেন তারা।
এবারের বিপিএলের জন্য দুটি ট্রফি বানানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। একটি ট্রফি চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হবে, আর অন্যটি ভবিষ্যতের জন্য বোর্ডের তত্ত্বাবধানে সংরক্ষিত থাকবে। বোর্ডের যুক্তি, একসঙ্গে দুটি ট্রফি তৈরি করলে খরচ তুলনামূলকভাবে কম হয় এবং দীর্ঘমেয়াদে তা কার্যকর।
ইতোমধ্যে সিলেট পর্ব দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে এবারের বিপিএল। তবে টুর্নামেন্ট শুরু হলেও কাঙ্ক্ষিত নতুন ট্রফির অপেক্ষা এখনো শেষ হয়নি। বোর্ডের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বিপিএলের ইতিহাসে এবারই সবচেয়ে দৃষ্টিনন্দন ট্রফি দেখতে পাবেন দর্শকরা। এখন দেখার বিষয়, সেই ট্রফি কবে জনসমক্ষে উন্মোচিত হয়।