৫০ কোটি টাকায় রবি বাংলাদেশের নতুন স্পনসর
Ad Banner

৫০ কোটি টাকায় রবি বাংলাদেশের নতুন স্পনসর

  • প্রকাশিত হয়েছে: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৩৫ বার এই মুহূর্তে
বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের নতুন স্পনসর রবি
৫০ কোটি টাকার নতুন বাংলাদেশের টাইটেল স্পনসর রবি | ছবি: বিসিবি
                       

দীর্ঘ ২.৫ মাস পরে ফের দেখা যাবে,জাতীয় ক্রিকেট (পুরুষ) দলের খেলোয়াড়দের স্পনসরসহ জার্সি পরিহিত অবস্থায়। এবার (বিসিবির) পুরানো বন্ধু, মোবাইল সিম প্রতিষ্ঠান “রবির” সাথে ফের চুক্তিবদ্ধ হয়েছে। প্রায় অর্ধশত কোটি টাকাতে ৩.৫ বছরের জন্য চুক্তি হয়েছে।

বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের নতুন স্পনসর রবি

৫০ কোটি টাকার নতুন বাংলাদেশের টাইটেল স্পনসর রবি | ছবি: বিসিবি


লিটন,মুস্তাফিজদের গায়ে ২০২৭ সাল পর্যন্ত থাকছে এই “রবির” লোগো। রবির সাথে (বিসিবির) সম্পর্ক এটাই প্রথম নয়। ২০১৫ সালের জুন থেকে ২০১৮ সাল পর্যন্ত ২ মেয়াদে ছিল “রবি”। ভুল না করলে,ঠিক ৫ বছর পর ফের বিসিবি ও রবি চুক্তিবদ্ধ হল।

এর আগে ভারতে ২০২৩ বিশ্বকাপের পর গত ৩০ নভেম্বর বিসিবির সাথে দারাজের চুক্তির মেয়াদ শেষ হয়। যার মধ্যে ২টি সিরিজ বাংলাদেশ খেলেছে কোনো টাইটেল স্পনসর ছাড়াই। আসন্ন শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ” রবির” সাথে বাংলাদেশের নতুনভাবে পথচলা শুরু হবে।

, ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে