প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিতলেও,আজ (২৯ ডিসেম্বর) বে ওভালের মাউন্ট মাঙ্গানুতে ২য় টি-টোয়েন্টিতে আসেনি কোনো ফলাফল। বৃষ্টির কারনে ম্যাচ হয়েছে পরিত্যক্ত। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের,শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৩১ ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টায়।
পাওয়ার-প্লেতে শেইফার্টের বাঙলার বোলারদের উপর তান্ডব।
বৃষ্টির আগে বাংলাদেশ শুরুতে টসে জিতে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নেয়। ১ম টি-টোয়েন্টিতে ফিল্ডিং সিদ্ধান্ত সুখকর হলেও,আজ(শুক্রবার) তার উল্টো দেখা গিয়েছে। নিউজিল্যান্ডের উইকেট রক্ষক ব্যাটার শেইফার্ট আজ বাঙলার বোলারদের উপর তান্ডব চালিয়েছেন।
আরও পড়ুন »মেসির পর ইন্টার মায়ামিতে যোগ দিলেন লুইস সুয়ারেজ
মাহেদি হাসান ১ম ওভারে ৯ রান দিলেও,শরিফুল পরের ওভারে এসে নিউজিল্যান্ডের ওপেনার ফিন এলেনকে ব্যাক্তিগত ২(৫) রানে ফেরান। তারপরই যেন শেইফার্ট আরও আগ্রাসী ব্যাটিং করে। নিউজিল্যান্ড ১ম পাওয়ার-প্লে শেষে ১ উইকেট হারিয়ে ৫৪ রান বোর্ডে তোলে। নিউজিল্যান্ড শিবিরে পাওয়ার-প্লে শেষে আঘাত হানে তানজিম সাকিব। এবার শিকার ভয়ঙ্কর হয়ে উঠা শেইফার্ট। নাজমুল হাসান শান্তকে ক্যাচ দিয়ে ফেরার আগে,২৩ বলে ৪৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন নিউজিল্যান্ডের জন্য।
দ্রুতগামী যানে ভ্রমণ করতে থাকা নিউজিল্যান্ডকে কিছুটা থামিয়ে দেন বাঙলার লেগ স্পিনার রিশাদ। রিশাদের চমৎকার বোলিংয়ে,নিউজিল্যান্ডের ব্যাটাররা দেখে শুনে খেলতে শুরু করে। তবে ১১তম ওভারে গিয়েই খেলা স্থগিত হয় বৃষ্টির কারনে। বাংলাদেশ সময় দুপুর ৩:২৮ পর্যন্ত অপেক্ষা করার সময় নির্ধারণ করা হয়। তবে তা ও পেরিয়ে গেলে,শেষমেশ ২য় টি-টোয়েন্টি ম্যাচটি অফিশিয়ালি পরিত্যক্ত ঘোষণা করা হয়।