টেস্ট সিরিজের পরপরই ভারতের মাটিতেই দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর,এই প্রথম কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সাকিব আল হাসান অবসরের সিদ্ধান্ত নেওয়ায়,বেশ কিছু পরিবর্তনও এসেছে দলে।
দীর্ঘ ১৪ মাস পর টি-টোয়েন্টিতে ডাক পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। তাছাড়া দলে আরও ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাহাতি স্পিনার রাকিবুল। পারভেজ হোসেন ঈমনকে নেওয়া হয়েছে সৌম্য সরকারের বদলি হিসেবে। এছাড়াও বিশ্বকাপে আলো ছড়াতে না পারা,বিপিএলে কুমিল্লার দলের খেলোয়াড় তানভীর। এই কয়েকটি পরিবর্তন ছাড়া,বাকিরা সবাই নিজেদের স্থান দলে ধরে রাখতে পেরেছে।
ওপেনিংয়ে আছেন লিটন,ঈমন,তামিম ও শান্ত। মিডেল ওর্ডারে সিনিয়র অভিজ্ঞ মাহমুদউল্লার সাথে তাওহীদ রূদয়,জাকের আলী ও মেহেদি মিরাজরা রয়েছেন। বরাবরের মতোই পেস ইউনিটে মুস্তাফিজুর,তাসকিন,শরিফুলরা আছেন।
আরও পড়ুন : টি-টোয়েন্টিতে সর্বপ্রথম দল হিসেবে ১০০তম হাররের রেকর্ড বাংলাদেশ ক্রিকেট
আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর দুইদিন বিরতি দিয়ে ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে। ১২ অক্টোবর হায়দরাবাদে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ,শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, রাকিবুল হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
বাংলাদেশ কি পারবে? টেস্টের প্রতিশোধ টি-টোয়েন্টিতে নিতে! কি মনে হয় আপনার? জানিয়ে দিন আপনার মতামত কমেন্ট করে।