শুভসূচনা বাংলাদেশের বিশ্ব কাপ ২০২৩ মিশনে

শুভসূচনা বাংলাদেশের বিশ্ব কাপ ২০২৩ মিশনে

  • প্রকাশিত হয়েছে: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২৫১ বার এই মুহূর্তে
  • শেয়ার করুন

মিরাজ আছেন তার ক্যারিয়ার সেরা ফর্মে | ছবিঃ বিসিবি
                       

২০১৯ সালের পর আবারও টাইগারদের শুরুটা হয়েছে জয় দিয়ে। আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ করেছে সাকিবের দল। এরই সাথে সাথে বিশ্বকাপের মঞ্চে আফগানিস্তানের সাথে ৩ এ ৩ জয় পেয়েছে বাংলাদেশ। 

মিরাজ আছেন তার ক্যারিয়ার সেরা ফর্মে | ছবিঃ বিসিবি

ভারতের ধারামশালাতে টুর্নামেন্টের ৩য় ম্যাচে বাংলাদেশ তাদের ১ম ম্যাচে সাকিব টসে জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। আফগানিস্তানের ব্যাটিংয়ের শক্তিমত্তার যায়গা হচ্ছে ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান। তারা দুজন মিলে শুরুটা দারুন করলেও। সাকিবের বলে সুইপ খেলতে গিয়ে ধরা পরেন তানজিদ তামিমের কাছে।

 

সেখানে তাদের মধ্যকার জুটি ভাঙ্গলেও। আফগানিস্তান ১ উইকেটের বিনিময়ে পাওয়া প্লেতে ৫০ রান করে। আফগানিস্তান মোমেন্টাম হারায় গুরবাজের আউটের পর। তিনিই ছিলেন আফগানদের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী এই ম্যাচে ৪৭(৬২)। মূলত আফগান দলের ব্যাটিংয়ে চাপ বারে যখন অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি একের পর এক ডট খেলতে থাকে। বোলিংয়ে বাংলাদেশের সাকিব ও মেহেদি উভয়েই নিয়েছে ৩টি করে উইকেট। তাছাড়া শরিফুল ২টি এবং তাসকিন ও মুস্তাফিজুর ১টি করে উইকেট নেন।

 

বাংলাদেশ ১৫৭ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে এসে তানজিদ তামিম শুরুতেই রান আউটের শিকার হয়ে ফিরেন। ফিরার আগে তিনি ১৩ বল খেলে ৫ রান করেন। শান্তর পরিবর্তে বাংলাদেশের আরেক ইনফর্ম ব্যাটার মেহেদি মিরাজকে পাঠানো হয় নম্বর ৩। ভাগ্য বোধয় আজ তার সহায় ছিল। কেননা তিনি ২ বার জীবন পেয়েছে। লিটনও ফিরে যান ফাজল হক ফারুকীকে ডাউন দ্যা ট্রেকে এসে খেলতে গিয়ে ১৩(১৮)।

২০২৩ শান্তর ব্যাট হাসছে রানে | ছবিঃ বিসিবি

মিরাজ ও শান্ত মিলে ৯৭ রানের এক অসাধারণ জুটি গড়ে তোলে। সেখানেই মূলত বাংলাদেশ ম্যাচ বের করে ফেলে। মেহেদী রহমাত শাহয়ের অসাধারণ এক ক্যাচের শিকার হয়ে ৫৭(৭৩) রানে থামে। সাকিব ও শান্তই খেলা শেষ করে দিবে মনে হলেও। সাকিব ফিরে যায় আজমাতুল্লার বলে ছয় হাকাতে গিয়ে ১৪(১৯)।

শেষে মুশফিকুর ২*(৩) এবং শান্ত ৫৯*(৮৩) দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ে। ফাজল হক,নাভিন ও আমাতুল্লাহ সবাই ১ উইকেট করে পান।

 

বাংলাদেশ পায় ৬ উইকেটের জয়। তাছারা ১৬ ওভার ২ বল হাতে রেখে জয় এবং প্রতিপক্ষকে ৩৭.২ বলে আউট করাতে। বাংলাদেশ অবশ্য পাবে বিশাল অর্জন পয়েন্ট টেবিলে।

 

একই মাঠে আগামী মঙ্গলবার(১০/১০/২০২৩) টাইগাররা মাঠে নামবে ইংল্যান্ডের বিপক্ষে।


Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে