২য় টেস্টে ১০৬ রানের বড় জয় ভারতের
Ad Banner

২য় টেস্টে ১০৬ রানের বড় জয় ভারতের

  • প্রকাশিত হয়েছে: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০৬ বার এই মুহূর্তে
ভারতীয় পেসার বুমরা
বুমরার ২য় টেস্টে ৯ উইকেট শিকার | ছবি: আইসিসি
                       

১ম টেস্টে স্বাগতিক ভারত হারলেও। এবার ২য় টেস্টে থ্রি লায়নসদের বিপক্ষে ১০৬ রানের বড় জয় পেয়েছে ভারত। ১ম ইনিংসে ভারতীয় ব্যাটার জায়সয়ালের ডাবল সেঞ্চুরি এবং বুমরার ৪৫ রান খরচায় ৬ উইকেট তুলে নেওয়াই কার্যকর হয়েছে।

ভারতীয় পেসার বুমরা

বুমরার ২য় টেস্টে ৯ উইকেট শিকার | ছবি: আইসিসি


স্বাগতিক ভারত টসে জিতে ব্যাটিং করবার সিদ্ধান্ত নেয়। ১ম ইনিংসে ৩৯৬ রান করে অলআউট হয়ে যায় ভারত। ভারতের লিড টপকে যাওয়ার লক্ষ্যে ব্যার্থ হয় ইংল্যান্ড। মাত্র ২৫৩ রানেই গুটিয়ে যায় সফরকারী ইংল্যান্ড। সেখানে ভারত লিডে থেকে ২য় ইনিংস শুরু করে। তবে ভারত এবার ৩০০ রানও করতে পারেনি।

 

২য় ইনিংস শেষে সুব-মাঙ্গিেলের ১০৪ রানে,ভারত ৩৯৯ রানের লক্ষ্য তৈরি করে দেয় ইংল্যান্ডকে। সেই বাঁধা টপকাতে পারেনি ইংল্যান্ড। ২৯২ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ভারত পায় ১০৬ রানের বড় জয়।

, , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে