Real Madrid Vs Borussia Dortmund : ভিনির হ্যাট্রিকে জয় পেলো রিয়াল
Ad Banner

Real Madrid vs Borussia Dortmund : ভিনির হ্যাট্রিকে জয় পেলো রিয়াল

রাহাত ভূইঁয়া
  • প্রকাশিত হয়েছে: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৩৬৮ বার এই মুহূর্তে
                       

Real Madrid vs Borussia Dortmund : ২৩ অক্টোবর রাত ১২.৩০ মিনিটে চ্যাম্পিয়নস লীগের রাউন্ড ৩ এ আজ রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে মুখোমুখি হয়েছিলো রিয়াল মাদ্রিদ বনাম ডর্টমুন্ড।

ভিনিসিয়াস জুনিয়র ,কেলিয়ান এমবাপ্পে , লুকাস ভাসকেজ,রিয়াল মাদ্রিদ

ভিনিসিয়াসের দুর্দান্ত পারফরম্যান্সে রিয়ালের জয়।ছবি: গোল.কম


ম্যাচের শুরু থেকেই দুই দলের একেরপর এক এট্যাক দেখা যায় মাঠে তবে ৩০ মিনিটে ডর্টমুন্ড গোল দিয়ে রিয়েল মাদ্রিদের থেকে ১-০ গোলে এগিয়ে যায়।মাদ্রিদের ডি-বক্সে গুইরাসসি বল পেয়ে পাস দেয় মালেন কে এবং খুব চমৎকার ফিনিশ করে মালেন।

প্রথম গোল দেয়ার  মিনিটের ব্যবধানে আবারো চমৎকার একটি গোল দেখা যায় ডর্টমুন্ডের কাছ থেকে।৩৪ মিনিটে এক দারুণ ক্রস পাস দেন মালেন এবং সাথে সাথে গিটেন্সের স্লাইডিং শটে বল রিয়ালের জালে প্রবেশ করে।৪০ মিনিটে রদ্রিগো ডি-বক্সের বাহির থেকে শুট করে গোলের চেষ্টা করলেও বলটি চলে যায় বারের পাশ দিয়ে আউটের দিকে চলে যায়।

৩৬ মিনিটে বেলিংহামের হেড কিন্তু বল সোজা কোবেল এর হাতে চলে যায়।আবারো ৩৭ মিনিটে রদ্রিগোর দুর্দান্ত শট কিন্তু ভাগ্যক্রমে বল বারের সাথে লেগে ফিরে আসে এবং বেলিংহামের শুট কিন্তু এবারো বলটি আবারো উডওয়ার্কে যেয়ে লাগে।৩৯ মিনিটে ব্রান্ডট এর দুর্দান্ত রকেট শট কিন্তু খুব চমৎকার সেভ দেয় র্কোতোয়া।৪১ মিনিটে এবারে গিটেন্সের শট কিন্তু এবারো বলটি ফিরিয়ে দিয়ে অসাধারণ সেভ দেয় র্কোতোয়া।

প্রথম হাফে রিয়াল মাদ্রিদ মোট ৯টি শট করেছে যার মধ্যে ১টি মাত্র ছিল শট অন টার্গেট এবং ৪টি শট অফ টার্গেট।এর সাথে তারা গোল করার ২ টি বড় সুযোগ হাত ছাড়াও করেছে। প্রথম হাফে রিয়াল মোট ২৫৩ টি পাস খেলেছে যার মধ্যে ২২৬ পাস খেলেছে সঠিক।অপরদিকে ডর্টমুন্ড প্রথম হাফে শট করেছে ৬ টি যার মধ্যে ৫টি শট ছিল শট অন টার্গেট এবং ১টি মাত্র শট অফ টার্গেট।ডর্টমুন্ড প্রথম হাফে মোট ২৮৪টি পাস খেলেছে যার মধ্যে ২৫৮ টি পাস খেলেছিল সঠিক।

৫২ মিনিটে  ডর্টমুন্ডের ডি-বক্সে ভালভার্দের পাওয়ার শুট কিন্তু বলটি চমৎকার ভাবে সেভ করে ডর্টমুন্ডের গোলরক্ষক কোবেল।৫৩ মিনিটে দারুণ ড্রিবলিং করে বল শুট করে গোলের উদ্দেশ্য কিন্তু কোবেল খুবই সহজেই বলটি নিজের হাতে নিয়ে নেয়।দ্বিতীয় হাফে এবারে রিয়ালের পাল্টা জবাব এমবাপ্পের উড়ন্ত পাসে একটি দারুণ হেডের মাধ্যমে গোল করে রুডিগার।৬২ মিনিটে এমবাপ্পে চমৎকার একটি পাস করে ভিনিসিয়াসকে কিন্তু ডিফেন্ডার বলটি ঠেকিয়ে নিলেও বলটি পুনরায় ভিনির পায়ে আসে এবং সাথে সাথে ভিনিড় শুট।

ভিনির গোলে ২-২ সমতায় চলে আসে রিয়াল।৮০ মিনিটে এমবাপ্পের শট করলে দারুণ সেভ দেয় কোবেল।৮২ মিনিটে এবার ৭৬ মিনিটে বদলি হয়ে গোলের জন্য অসাধারণ শট করে ম্যাক্সিমিলান বেইয়ার কিন্তু র্কোতোয়ার ও দুর্দান্ত সেভ।এবারে ৮৩ মিনিটে লুকাস ভাসকেজ ডি-বক্সের মধ্যে থেকে শুট করে এবং কোবেলকে ফাঁকি দিয়ে বল ডর্টমুন্ডের জালে।লুকাস ভাসকেজর গোলে ২-৩ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।৮৬ মিনিটে বেলিংহামের পাস ভিনির কাছে এবং ভিনির দৌড়ের সাথে সাথে শুট করে গোল করে।

ম্যাচের দ্বিতীয় গোল করে ভিনই তার র্জাসি খুলে ফেলাতে ইয়েলো কার্ডের দেখা পায় রেফারির কাছ থেকে।৯০+৪ মিনিটে আবারো ভিনির গোল।চমৎকার এক ড্রিবলিং ওর সাথে এক অসাধারণ ফিনিশ।ভিনি তার দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে এই ম্যাচে।ভিনি হ্যাট্রিকের সাথে শেষ করলো ম্যাচটি।দ্বিতীয় হাফে রিয়াল মোট ১৭ টি শট করে শট অন টার্গেট এবং এর সাথে ৫ টি গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি।

রিয়াল দ্বিতীয় হাফে মোট ২৬৩ টি পাস খেলেছে যার মধ্যে ২৪১ টি সঠিক পাস ছিল।অপরদিকে ডর্টমুন্ড দ্বিতীয় হাফে মাত্র ২টি শট করেছে যার ২টি শট ছিল শট অন টার্গেট এবং সাথে তারা মোট ২১৬ টি পাস খেলেছে যার মধ্যে ১৮৪ টি পাস সঠিক খেলেছে।

, , , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে