
১৯ শে অক্টোবর রাতে লা লীগায় রিয়াল মাদ্রিদ বনাম সেল্টা ভিগোর ম্যাচ জুড়ে ছিলো টানটান উত্তেজনা ও দর্শকদের হাহাকার।ম্যাচ শুরুর ৮ মিনিটেই বড় একটি গোলের সুযোগ হাত ছাড়া করে সেল্টা ভিগো।

ভিনি,এমবাপ্পের গোলে জয় পেল রিয়াল মাদ্রিদ।ছবি: গোল.কম
উইলিয়ট সুইডবার্গ শুট করলেও বলটি বারের পাশ দিয়ে আউটের দিকে চলে যায়।মিনিট ৯ এ ভালভার্দে ডি-বক্সের বাহির থেকে শুট করলেও সেল্টা ভিগোর গোলরক্ষক ভিসেন্টে বলটি খুব সহজেই ফিরিয়ে দেয়।মাত্র ২১ মিনিটে কামাভিংগার চমৎকার পাসে ডি-বক্সের বাহির থেকেই বারের টপ কর্ণারে শুট করে গোল করে কেলিয়ান এমবাপ্পে।
এবারে ২২ মিনিটে পাল্টা জবাব দেয় সেল্টা ভিগোর।বোর্জা ইগ্লেসিয়াস বল পায়ে পেয়ে মাদ্রিদ গোলরক্ষককে ফাঁকি দিয়ে গোল করে কিন্তু সাথে সাথেই রেফারির বাঁশি গোলটি ছিল অফসাইড ।বোর্জা ইগ্লেসিয়াস তাই গোল পেলো না সেল্টা ভিগো ৪১ মিনিটে আবারো রিয়ালের এটাক এবারে ভিনিসিয়াস জুনিয়র তার দুর্দান্ত ড্রিবলিং দক্ষতার সাথে বল কাটিয়ে শুট করলে বলটি চলে যায় বারের অনেক উপর দিয়ে।
আরও পড়ুন: কেভিন ডি ব্রুইনে: সৌদি লিগে যাওয়ার পথ উন্মুক্ত!
৪৫+১ মিনিটে বেলিংহাম ডি-বক্সের মধ্যে থেকে শুট করলে বলটি কার্ল হয়ে বারের পাশ দিয়ে চলে যায়।প্রথম হাফের শেষে রিয়াল মাদ্রিদ মোট ৭ টি শুট করেছে যার মধ্যে ২টি ছিল শট অন টার্গেট এবং ৪টি ছিল শট অফ টার্গেট এর সাথে একটি বিগ চান্স ও হাত ছাড়া করেছে তারা।তার সাথে রিয়াল প্রথম হাফে ৩৫৩ টি পাস খেলেছে যার মধ্যে ৩১০ টি ছিল সঠিক পাস।
অপরদিকে সেল্টা ভিগো মোট শুট করেছে ৫টি যার মধ্যে ১টি মাত্র শট অন টার্গেট এবং ১টি শট অফ টার্গেট এর সাথে একটি বিগ চান্স ও হাত ছাড়া করেছে।প্রথম হাফে মোট ২৩৮ টি পাস খেলেছে সেল্টা ভিগো যার মধ্যে ১৯৬টি ছিল সঠিক পাস।এবারে দ্বিতীয় হাফের শুরুতেই পাল্টা জবাব দেয় সেল্টা ভিগো। ৫১ মিনিটে অস্কার মিনগুয়েজার দুর্দান্ত ক্রস পাসে গোল করে উইলিয়ট সুইডবার্গ।
৫৩ মিনিটে আবারো এটাকে রিয়াল এবং এমবাপ্পের এসিস্টে সহজে গোল করে ভিনিসিয়াস কিন্তু ভিএআর চেক করার পরে দেখা যায় গোলটি ছিল অফসাইড।৫৯ মিনিটে সুইডবার্গের ক্রসে গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি বোর্জা ইগ্লেসিয়াস।৬৬ মিনিটে এবারে লুকা মদ্রিচের এসিস্টে গোল করে ২-১ গোলে এগিয়ে দেয় ভিনিসিয়াস।৬৯ মিনিটে বাম্বা গোলের জন্য শুট করলেও দুর্দান্ত সেভ করে বল ফিরিয়ে দেয় র্কোতোয়া।
আবার ৭০ মিনিটে মিনগুয়েজা ডি-বক্সের বাহির থেকে শুট করে কিন্তু বলটি বারের উপ্র দিয়ে চলে যায়।ডোওভিকাস ৯০+৫ মিনিটে গঞ্জালেজ এর ক্রসে বড় একটি সুযোগ হাত ছাড়া করে পরাজয় নিজেদের নামে করে নিলো সেল্টা ভিগো।দ্বিতীয় হাফে রিয়াল মাদ্রিদ মোট ৩টি শট করে যার মধ্যে একটি শট অন টার্গেট এবং একটি শট অফ টার্গেট সাথে একটি বড় সুযোগ হাত ছাড়াও করেছে।
দ্বিতীয় হাফে রিয়াল মাদ্রিদ মোট ২৫৫ টা পাস খেলেছে যার মধ্যে ২৩১ টি পাস সঠিক খেলেছিল।অপরদিকে সেল্টা ভিগো দ্বিতীয় হাফে মোট ৮টি শট করেছে যার মধ্যে ৪টি শট অন টার্গেট এবং ৩টি শট অফ টার্গেট ছিল এর সাথে ৩টি গোলের সুযোগ হাত ছাড়া করেছে।তারা শেষ হাফে মোট ২৯২ টি পাস খেলেছে যার মধ্যে ২৬৪ টি পাস সঠিক খেলেছিল।