গত ম্যাচে হারের পর,ফের জয়ে ফিরেছে ফরচুন বরিশাল। সিলেট পর্বের ১ম রাতের খেলায় রাজশাহীর দেওয়া ১৬৮ রান টপকে গিয়েছে ১৫ বল হাতে রেখেই। তামিম ইকবালের নৌপুন্যে ম্যাচটি সহজেই বের করে নিয়েছে বরিশাল। গত ২ ম্যাচের তুলনায় বরিশালের বোলিং বেশ খানিকটা ভাল হয়েছে।
রাজশাহীকে হারিয়ে জয়ে ফিরেছে বরিশাল। ছবি- সংগৃহীত
আজ সোমবার (৬ জানুয়ারী,২০২৫) সিলেট পর্বের দ্বিতীয় ম্যাচে রাতের খেলায় দুর্বার রাজশাহীকে ৭ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল।এবারের বিপিএলে দ্বিতীয়বারের মতো বরিশালের মুখোমুখি হয়েছিল রাজশাহী। প্রথমেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় অধিনায়ক তামিম ইকবাল। রাজশাহী শুরুর ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেট খুইয়ে ১৬৮ রান সংগ্রহ করতে পারে কেবল। জবাবে তামিমের ৮৬ রানের দৃষ্টিনন্দন ইনিংসে ভর করে ১৫ বল ৭ উইকেট হাতে রেখেই ম্যাচটি জিতে নেয় বরিশাল। তার পুরুষার হিসেবে ৪ থেকে ৩ এর প্রমোশনও পায় টিবিলে বরিশাল।
রাজশাহী ইনিংস শুরুতেই ভালো ছন্দে ছিল। মোহাম্মদ হ্যারিসের ১৬ বলে ২২ এবং জিসান আলমের ২৭ বলে ৩৮ রান করে দলকে বড় স্কোরের পথে এগিয়ে নেন। তবে মাঝের ওভারে রান তোলার গতি কিছুটা কমে যায়। ইয়াসির আলী দ্রুতগতিতে রান তুললেও অধিনায়ক এনামুল হক বিজয়ের রান তোলার হার ছিল ধীর।যার কারনে বিপদে পড়তে হয় রাজশাহীকে।
ইয়াসির ২৩ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হওয়ার পর,রাজশাহী আরও চাপের মুখে পড়ে যায়। দলীয় স্কোর যখন ১৪৯, তখন এনামুলের ৩৫ বলে ৩৯ রানের ইনিংসেরও সমাপ্তি ঘটে শাহীন শাহ আফ্রিদির বলে। শেষদিকে আকবর আলীর ৯ বলে ১৫ রানের ছোট ক্যামিও ইনিংস রাজশাহীকে ১৬৮ রান সংগ্রহ দেয়। বরিশালের হয়ে শাহিন আফ্রিদি ২টি এবং তানভীর ইসলাম ও ফাহিম আশরাফ ১টি করে উইকেট নেন।
সিলেটের ব্যাটিং-সহায়ক পিচে ১৬৮ রানের লক্ষ্য যথেষ্ট ছিল না, এবং বরিশাল তা প্রমাণ করে দেয় পরের ইনিংসে। তামিম ইকবালের ৪৮ বলে ৮৬ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে বরিশাল ১৭.৩ ওভারেই লক্ষ্য পূরণ করে। অপরপ্রান্তে মুশফিকুর রহিম ২৪ বলে ৩৪ রান করে অপারাজিত থাকেন। কাইল মায়ার্সয়ের ২৪ এবং তাওহীদ হৃদয় ১৩ রান করে দলকে কিছুটা সাহায্য করেন। রাজশাহীর হয়ে মহর শেখ ২টি এবং জিসান আলম ১টি উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর:
দুর্বার রাজশাহী: ১৬৮/৪ (২০ ওভার)
ফরচুন বরিশাল: ১৬৯/৩ (১৭.৩ ওভার)
ফলাফল: ফরচুন বরিশাল ৭ উইকেটে জয়ী।