
স্প্যানিশ সুপার কাপের গ্র্যান্ড ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের লড়াই মানেই উত্তেজনার পারদ চরমে। সেই প্রত্যাশার ব্যতিক্রম হয়নি এবারের ম্যাচেও। কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত এই ফাইনালে প্রথমার্ধের অতিরিক্ত সময়েই তিন গোলসহ মোট পাঁচটি গোলের দেখা মিলেছে।
এই ম্যাচে সবচেয়ে উজ্জ্বল নাম রাফিনহা। ব্রাজিলিয়ান উইঙ্গার ৭৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ম্যাচে সর্বোচ্চ গোলদাতা হন। ম্যাচের ৩৬তম মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া দারুণ এক শটে থিবো কুর্তোয়ার জাল কাঁপান তিনি। দ্বিতীয়ার্ধেও একই জায়গা থেকে নেওয়া আরেকটি শট রাউল আসেনসিওর পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়, যেখানে কুর্তোয়ার কিছুই করার ছিল না।
এই দুই গোলের মাধ্যমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনালে নিজের আগের কীর্তির পুনরাবৃত্তি করেন রাফিনহা। ২০২৪/২৫ মৌসুমের সুপার কাপ ফাইনালেও তিনি দুটি গোল করেছিলেন, যে ম্যাচে বার্সেলোনা ৫–২ ব্যবধানে জয় পেয়েছিল।
Read more: ২০২৬ বিশ্বকাপ: ম্যাচের সম্পূর্ণ তালিকা, সময়সূচী
এল ক্লাসিকোর দীর্ঘ ইতিহাসে এখন পর্যন্ত দুই দলের মধ্যে এক ম্যাচের মোট ১২টি ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতগুলো ফাইনালের মধ্যে মাত্র দুইজন ফুটবলারই আছেন, যারা একটি ফাইনালে দুই বা তার বেশি গোল করার কীর্তি গড়েছেন।
প্রথমজন হলেন ভিনিসিয়ুস জুনিয়র। ২০২৩/২৪ মৌসুমের স্প্যানিশ সুপার কাপ ফাইনালে তিনি একাই তিন গোল করে রিয়াল মাদ্রিদকে ৪–১ ব্যবধানে জেতান। ম্যাচের ৭ম ও ১০ম মিনিটে টানা দুটি গোল করার পর ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ব্রাজিলিয়ান তারকা।
এর ঠিক এক মৌসুম পর সেই তালিকায় নিজের নাম লেখান রাফিনহা। জেদ্দায় অনুষ্ঠিত চলতি আসরের ফাইনালে তার করা জোড়া গোলই বার্সেলোনাকে শিরোপা জিততে বড় ভূমিকা রাখে। এই জয়ের মাধ্যমে ২০২৬ সালটা দুর্দান্তভাবে শুরু করল কাতালানরা।