
ঘটনার শুরু মুস্তাফিজুর রহমানকে বিসিসিআই (বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) এর সিদ্ধান্তে কেকেআর (কলকাতা নাইট রাইডার্স) থেকে অন্যায়ভাবে রাজনৈতিক বিষয়কে সামনে রেখে বাদ দেওয়া। সেই ঘটনার ২২তম দিনে আজ বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে কি খেলবেনা। আইসিসির পরিষ্কার বার্তা বিসিবির জন্য বাংলাদেশ ভারতে বিশ্বকাপ না খেললে স্কটল্যান্ডকে বাংলাদেশের পরিবর্তে খেলানো হবে।
বাংলাদেশকে সমর্থন জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডও বিশ্বকাপ না খেলার সম্ভাবনা জেগেছে। সেই জের টেনে পাকিস্তানি সাবেক ক্রিকেটার রশিদ লতিফ এক টুইটে বলেন,”যদি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে,তাহলে পাকিস্তানের জায়গায় উগান্ডা খেলবে এবং উগান্ডা বনাম ভারতের খেলা অনুষ্ঠিত হবে আহমেদাবাদ স্টেডিয়ামে, যেখানে ১ লক্ষ ৩২ হাজার আসনক্ষমতার স্টেডিয়াম।
২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ: দেখুন পুরো সময়সূচি ও ভেন্যু
বাংলাদেশ বোর্ডের পরিষ্কার বার্তা নিরাপত্তা-জনিত অভাবে ভারতে বিশ্বকাপ খেলবেনা বাংলাদেশ। টাইগাররা চেয়েছিল তাদের ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কাতে দেওয়া হোক। কিন্তু আইসিসি তাদের সিদ্ধান্তে অনড়।
ক্রিকবাজ ও ক্রিকইনফোর তথ্য মতে ইতিমধ্যে বাংলাদেশকে জোরপূর্বক এলিমিনেট করে স্কটল্যান্ডকে সংযোজন করা হয়েছে। শেষ পর্যন্ত আইসিসি বনাম বিসিবির লড়াইয়ে কে জয়ী হবে,তা দখার বিষয়!