
সব জল্পনা-কল্পনার ইতি টেনে শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান এই তারকার চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবঘনিষ্ঠ একটি সূত্র। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপিকেও তারা জানিয়েছে, নতুন করে সমঝোতায় পৌঁছেছেন নেইমার ও সান্তোস।
এর আগে গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রথম প্রকাশ করেন বিশ্বখ্যাত ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো। তাঁর পোস্টে উল্লেখ করা হয়, নেইমারের সঙ্গে সান্তোসের চুক্তির মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানো হয়েছে।
একই দিনে সান্তোস তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যময় ভিডিও শেয়ার করে। সেখানে ভিলা বেলমিরো স্টেডিয়ামের ড্রোন শটের সঙ্গে বড় করে লেখা ছিল ‘৩১ ডিসেম্বর, ২০২৬’, পাশাপাশি যোগ করা হয়—‘সময় ঘনিয়ে আসছে’। ভিডিওতে সরাসরি নেইমারের নাম না থাকলেও, ক্লাব ও ভক্তদের মধ্যে তাৎক্ষণিকভাবে ধারণা জন্ম নেয়—চুক্তি নবায়নেরই ইঙ্গিত এটি। উল্লেখ্য, নেইমারের আগের চুক্তির মেয়াদ শেষ হয়েছিল ৩১ ডিসেম্বর দিবাগত রাতে। নতুন চুক্তি অনুযায়ী তিনি ২০২৬ সালের শেষ দিন পর্যন্ত সান্তোসেই থাকছেন বলেই ধারণা করা হচ্ছে।
আরও পড়ুনঃ নেইমার সান্তোসকে বাঁচিয়ে,বিশ্বকাপ হুমকির মুখে
তবে শৈশবের ক্লাবে ফেরার পর প্রথম মৌসুমটা খুব একটা স্বস্তির ছিল না নেইমারের জন্য। ইনজুরির কারণে একাধিকবার মাঠের বাইরে থাকতে হওয়ায় নিয়মিত খেলতে পারেননি তিনি। তবুও মৌসুমের শেষ ভাগে দলের বড় ভরসা হয়ে ওঠেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। শেষ তিন ম্যাচে তাঁর করা চারটি গোলই সান্তোসকে গুরুত্বপূর্ণ জয় এনে দেয়, যার ফলেই লিগের শেষ দিনে রেলিগেশনের দুঃস্বপ্ন থেকে মুক্তি পায় ঐতিহ্যবাহী ক্লাবটি।
মৌসুম শেষ হওয়ার পর নেইমারের বাম হাঁটুর ক্ষতিগ্রস্ত মেনিসকাসে অস্ত্রোপচার করানো হয়। ক্লাব সূত্র জানায়, ২২ ডিসেম্বর ব্রাজিল জাতীয় দলের প্রধান চিকিৎসক রডরিগো লাসমারের তত্ত্বাবধানে সফলভাবে এই সার্জারি সম্পন্ন হয়েছে।
বার্সেলোনা, প্যারিস সাঁ জার্মাঁ ও সৌদি ক্লাব আল-হিলালের হয়ে খেলা নেইমার ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের একজন। এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে তাঁর গোল সংখ্যা ৭৯টি, যা কিংবদন্তি পেলের চেয়েও দুই গোল বেশি।
তবে ২০২৩ সালের অক্টোবরের পর থেকে আর জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি এই তারকার। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুর গুরুতর চোটে পড়ার পর থেকেই আন্তর্জাতিক ফুটবলের বাইরে রয়েছেন তিনি।