বাংলাদেশ হারবে নেদারল্যান্ডসের কাছে: ইয়ান বিশপ
Ad Banner

বাংলাদেশ হারবে নেদারল্যান্ডসের কাছে: ইয়ান বিশপ

  • প্রকাশিত হয়েছে: সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৩৯৪ বার এই মুহূর্তে
নেদারল্যান্ডস,বাংলাদেশ,বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস,টি-টোয়েন্টি বিশ্বকাপ,টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪।
২০২৩ বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে নেদারল্যান্ডস ক্রিকেট দল আনন্দ উন্মাদনায় ভাসে | ছবি: সংগৃহীত
                       

বাংলাদেশ দলকে আন্ডারডগ হিসেবে দেখছেন ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ড ইয়ন বিশপ টি-টোয়েন্টি বিশ্বকাপে। তার ধারনা বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস। বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম একথাই বলে।

নেদারল্যান্ডস,বাংলাদেশ,বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস,টি-টোয়েন্টি বিশ্বকাপ,টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪।

২০২৩ বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে নেদারল্যান্ডস ক্রিকেট দল আনন্দ উন্মাদনায় ভাসে | ছবি: সংগৃহীত


 

এর আগে বিশপকে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক কথাও শুনা গিয়েছিল। তিনি বিভিন্ন সময়ে সাকিব,তামিম ও লিটনদের প্রশংসায় ভাসিয়েছিলেন। এছাড়াও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে বিশেষভাবে প্রশংসা করেছিলেন।

নেদারল্যান্ডস বিগত কিছু বছর ধরে ভাল ক্রিকেট খেলছে। ২০২২ সালে বাংলাদেশকে প্রায় হারিয়েই দিয়েছিল এই ইউরোপিয়ান দলটি। তবে ২০২৩ ওডিআই বিশ্বকাপে,বাংলাদেশকে চমকপ্রদভাবে হারিয়ে দেয় ডাচরা। সেই প্রসংগে ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে জানায় তার বক্তব্য।

সাম্প্রতিক সময় বিশ্বকাপে প্রায়শই বড় দলগুলো ছোট দলের কাছে অঘটনের শিকার হয়। এবার এমন সম্ভাবনায় কারা আছে সেই প্রশ্নে বিশপ জানিয়েছেন, ‘আমরা গত কয়েকটি বিশ্বকাপে নতুন দলগুলো বড় দলকে হারাতে দেখেছি। আপনি সম্ভাবনার কথা যদি বলেন, তাহলে আমি বলব বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস।’

আরও পড়ুন: »টি-টোয়েন্টিতে সর্বপ্রথম দল হিসেবে ১০০তম হাররের রেকর্ড বাংলাদেশ ক্রিকেট

এছাড়াও বাংলাদেশের আরেক গ্রুপ সঙ্গী নেপালের দিকে নজর রাখার কথা বলেছেন তিনি, ‘নেপালের খেলা দেখতে মুখিয়ে আছি। যেভাবে দেশটির সমর্থকেরা দলটাকে সমর্থন করে, সেটা দারুণ ব্যাপার। দলটার বেশ প্রতিভাও আছে। হয়তো এই টুর্নামেন্টে নয়, কিন্তু কয়েক বছরের মধ্যে দলটা ভালো জায়গায় আসবে।’

সেন্ট ভিনসেন্ট ভেন্যুতে গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও নেপালের সঙ্গে। ১৩ জুন রাত ৮:৩০ মিনিটে নেদারল্যান্ডস বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এবং ১৭ জুন ভোর ৫:৩০ মিনিটে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে নেপালের।

, , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে