
বাংলাদেশ ক্রিকেট দলের এক লজ্জার মাইল ফলক। ক্রিকেটে টি-টোয়েন্টি ফর্মেটে প্রথম দল হিসেবে ১০০ ম্যাচে হারার মাইল ফলক স্পর্শ করলো বাংলাদেশ। আমেরিকার সাথে ১০০তম ম্যাচে হারার স্বাদ গ্রহণ করলো বাংলাদেশ।

আমেরিকার ঘরের মাঠে বাংলাদেশ ক্রিকেট দলের অসহায় আত্মসমর্পণ | ছবি: সংগৃহীত
আমেরিকা সফরের প্রথম টি-টোয়েন্টিতে হারার পর। আজকে বাংলাদেশের হাতছানি ছিল স্বাগতিকদের হারিয়ে সিরিজে সমতা আনার। বোলিংয়ে বোলাররা ১৪৪ রানে আমেরিকাকে আটকে দিলেও,ব্যাটিং বিপর্যয়ে এই ম্যাচ সব উইকেট হারিয়ে বাংলাদেশ ৬ রানে হারে এবং ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। যথারীতি আজও টপ-অর্ডার ব্যর্থ বাংলাদেশর। সৌম্য ফিরেছেন খালি হাতে (০)।
আরও পড়ুনঃ মাহমুদউল্লাহ রিয়াদই সেরা
সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে শনিবার। বাংলাদেশ কি পারবে হোয়াইট এড়াতে। যদি বাংলাদেশ তা করতে ব্যর্থ হয়,তাহলে আরও এক লজ্জ্যার সম্মুখীন হবে বাংলাদেশ ক্রিকেট দল।
আপনার কি মনে হয়,বাংলাদেশ কি পারবে শেষ ম্যাচে ঘুরে দাড়াতে? নিচে আপনার মূল্যবান মতামত লিখে পাঠান।