
দাপটের সাথে ফাইনালে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপ ২০২৩ এর বিজয়ী ভারত। শ্রীলঙ্কা টসে জয়লাভ করে ব্যাটিং করবার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তই তাদের কাল হয়ে দাড়ায়।

শ্রীলঙ্কার ধশ নামিয়েছেন সিরাজ একাই | ছবিঃ বিডিস্পোর্টসনাও
সিরাজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে দাড়াতেই পারেনি শ্রীলঙ্কা। সিরাজ ২১ রানের বিনিময়ে তুলে নেন ৬ উইকেট। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেন কুশাল মেন্ডিস (১৭) | শ্রীলঙ্কাকে মাত্র ৫০ রানেই আটকে দেয় ভারত। সিরাজের ৬ উইকেটের পাশাপাশি ৩ উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও ১টি নেন বুমরাহ।
ভারত তা তারা করতে এসে বিনা উইকেটে অর্থাৎ ১০ উইকেটের জয় পায়। তা আবার ৪০+ ওভার হাতে রেখে। ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ সিরাজ এবং টুর্নামেন্ট সেরা হয় কুলদিপ যাদব।
টসঃ শ্রীলঙ্কা (ব্যাট)
শ্রীলঙ্কাঃ
৫০/১০ (১৫.২)
কুশাল মেন্ডিস ১৭ (৩৪) | সিরাজ ৭-১-২১-৬
ভারতঃ
৫১/০ (৬.১)
সুভমান গিল ২৭(১৯)* | ওয়েল্লালেগ ২-০-৭-০
জয়ীঃ ভারত ১০ উইকেটে
প্লেয়ার অব দ্যা ম্যাচঃ মোহাম্মদ সিরাজ
প্লেয়ার অব দ্যা সিরিজঃ কুলদীপ যাদব