কোহলির রেকর্ডের দিনে ভারতের বিশাল জয়
Ad Banner

কোহলির রেকর্ডের দিনে ভারতের বিশাল জয়

  • প্রকাশিত হয়েছে: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৯৮ বার এই মুহূর্তে
                       

বিরাট কোহলির রেকর্ডের দিনে ভারতের বিশাল জয়। ভারত ও পাকিস্তান ম্যাচ মানেই বার্তি উন্মাদনা। শেষ ৩ দেখায়(সব ফর্মেট) ২ টিতেই পাকিস্তানকে পরাস্থ করেছে ভারত।

দ্রুততম ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি | ছবিঃ গেটি-ইমেজ

পাকিস্তান টসে জিতে ভারতকে ব্যাটিং করতে আগমন জানায়। সেখানে থিতু হয়ে ক্রিজে ছিলেন ভারতের অধিনায়ক রহিত শর্মা ও সুভমান গিল। গিল ৫৮ এবং রহিত ৫৬ করে সাজঘরে ফিরলেও। এরপর আর কোনো উইকেট হারায়নি ভারত।

বিরাট কোহলি ৯টি চার ও ৩টি ছয়ের মাধ্যমে শতকের দেখা পায়। তারই সাথে সাথে নতুন এক রেকর্ড করেন তিনি। তিনি এখন দ্রুততম ১৩ হাজার(সব ফর্মেট) রানের মালিক। লোকেশ রাহুলও শতক হাকান। তিনি ৯৪ বল খেলে ১১১ করেন। দুজনই অপরাজিত থেকে ৩৫৬ রান সংগ্রহে অবদান রাখেন। এই দিন পাকিস্তানের বোলারদের পাত্তাই দেইনি ভারতীয় ব্যাটার রা। শাহীন শাহ ও শাহদাব ১টি করে উইকেট পান।

৩৫৭ রানের লক্ষ্য তারা করতে এসে পাকিস্তানিরা রানের চাপেই ক্রমান্বয়ে উইকেট হারাতে থাকে। পাকিস্তানের ব্যাটিংয়ে আস্থার নাম বাবর ও রিজওয়ান। এই দিন কারও ব্যাটই হাসেনি। বাবর বুমরার ও রিজওয়ান শার্দুল ঠাকুরের শিকার হয়ে ফেরেন। পাকিস্তানি দলের সর্বোচ্চ রান করেন ওপেনার ফাকর জামান ২৭ (৫০)।

ভারতের ব্যাটিংয়ের পর বোলিংয়েও পাকিস্তানের বিপক্ষে বড় জয়ে অবদান রেখেছে। ভারতীয় চায়নাম্যান বা’হাতি স্পিনার কুলদিব ইয়াদাব পাকিস্তানের অর্ধেকটা শেষ করে দিয়েছিলেন। তিনি ৮ ওভার বল করে ২৫ রানের খরচায় ৫ উইকেট তুলে নেন। হার্দিক,বুমরা শার্দূল প্রত্যেকে ১টি করে উইকেট নেন।

পাকিস্তানকে ১২৮ রানে অল আউটের মাধ্যমে ৩২ ওভারেই আটকে দেয় ভারত। যেখানে ২২৮ রানের বড় জয় পায় ভারত। এরই সাথে বলা যায় ভারত ৮০% ফাইনাল খেলবে নিশ্চিত করেছে। পাকিস্তান যদি শ্রীলঙ্কার সাথে হেরে যায়। তাহলে ভারত পুরোপুরি ভাবে নিশ্চিত হবে।

 

সংক্ষিপ্ত স্কোরবোর্ডঃ

টসঃ পাকিস্তান জয় লাভ করে বোলিং করবার সিদ্ধান্ত।

 

ভারত

৩৫৬/২ (৫০)

কোহলি ১২২*(৯৪) | রাহুল ১১১*(১০৬)

শাহদাব ১০-১-৭১-১

 

পাকিস্তান

১২৮/১০ (৩২)

ফাকর ২৭(৫০) | সালমান আগা ২৩(৩২)

কুলদিব ইয়াদাব ৮-০-২৫-৫

 

ফলাফলঃ ভারত ২২৮ রানে জয়ী।

, , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে