
যুক্তরাষ্ট্রে নতুন ইতিহাস গড়ল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ক্লাব প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো তারা জিতেছে ইস্টার্ন কনফারেন্সের শিরোপা। সেই সঙ্গে নিজেদের প্রথম এমএলএস প্লে-অফ ফাইনালের টিকিটও নিশ্চিত করেছে দলটি। মেসির ক্যারিয়ারে এটি ৪৭তম ট্রফির অর্জন।
রোববার ভোরে ঘরের মাঠে ইস্টার্ন কনফারেন্স ফাইনালে নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দেয় মায়ামি। দলের হয়ে হ্যাটট্রিক করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড তাদেও আলেন্দে। বাকি দুটি গোল সেগোভিয়া ও সিলভেত্তির পায়ে। সিলভেত্তির গোলটিতে অ্যাসিস্ট করে নতুন বিশ্ব রেকর্ড গড়েন মেসি।
Eastern Conference champions: @InterMiamiCF! 🏆 pic.twitter.com/6wfTHODZG1
— Major League Soccer (@MLS) November 30, 2025
ম্যাচের ১৪ মিনিটেই আলেন্দের গোলে এগিয়ে যায় মায়ামি। ৯ মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান এই ফরোয়ার্ড। তবে ৩৭ মিনিটে জাস্টিন হাকের গোল নিউইয়র্ককে ম্যাচে ফেরায়। ২-১ ব্যবধানেই বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ৬৭তম মিনিটে মেসির নিখুঁত পাস থেকে সিলভেত্তি গোল করে মায়ামির লিড আরও বাড়ান। শেষ মুহূর্তে ৮৩তম মিনিটে সেগোভিয়া ও ৮৯তম মিনিটে আলেন্দের হ্যাটট্রিক নিশ্চিতকারী গোল ম্যাচে বড় জয় এনে দেয় স্বাগতিকদের।
আরও পড়ুনঃ
ফিফা অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ ফাইনাল ২০২৫: প্রথমবার পর্তুগাল জয়ী
এই জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্স চ্যাম্পিয়ন হিসেবে এমএলএস কাপের ফাইনাল আয়োজন করবে ইন্টার মায়ামি। আগামী ৭ ডিসেম্বর ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ওয়েস্টার্ন কনফারেন্সের ফাইনালে স্যান ডিয়েগো এফসি ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মধ্যকার বিজয়ী দল।