প্রথমবার ইস্টার্ন কনফারেন্স চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি
Ad Banner

প্রথমবার ইস্টার্ন কনফারেন্স চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

  • প্রকাশিত হয়েছে: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার এই মুহূর্তে
ইন্টার মায়ামির ঐতিহাসিক সাফল্য: প্রথমবার ইস্টার্ন কনফারেন্স চ্যাম্পিয়ন মেসির দল
সংগৃহীত
                       

যুক্তরাষ্ট্রে নতুন ইতিহাস গড়ল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ক্লাব প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো তারা জিতেছে ইস্টার্ন কনফারেন্সের শিরোপা। সেই সঙ্গে নিজেদের প্রথম এমএলএস প্লে-অফ ফাইনালের টিকিটও নিশ্চিত করেছে দলটি। মেসির ক্যারিয়ারে এটি ৪৭তম ট্রফির অর্জন।

রোববার ভোরে ঘরের মাঠে ইস্টার্ন কনফারেন্স ফাইনালে নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দেয় মায়ামি। দলের হয়ে হ্যাটট্রিক করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড তাদেও আলেন্দে। বাকি দুটি গোল সেগোভিয়া ও সিলভেত্তির পায়ে। সিলভেত্তির গোলটিতে অ্যাসিস্ট করে নতুন বিশ্ব রেকর্ড গড়েন মেসি।

ম্যাচের ১৪ মিনিটেই আলেন্দের গোলে এগিয়ে যায় মায়ামি। ৯ মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান এই ফরোয়ার্ড। তবে ৩৭ মিনিটে জাস্টিন হাকের গোল নিউইয়র্ককে ম্যাচে ফেরায়। ২-১ ব্যবধানেই বিরতিতে যায় দুই দল।

বিরতির পর ৬৭তম মিনিটে মেসির নিখুঁত পাস থেকে সিলভেত্তি গোল করে মায়ামির লিড আরও বাড়ান। শেষ মুহূর্তে ৮৩তম মিনিটে সেগোভিয়া ও ৮৯তম মিনিটে আলেন্দের হ্যাটট্রিক নিশ্চিতকারী গোল ম্যাচে বড় জয় এনে দেয় স্বাগতিকদের।


আরও পড়ুনঃ

ফিফা অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ ফাইনাল ২০২৫: প্রথমবার পর্তু‌গাল জয়ী


 

এই জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্স চ্যাম্পিয়ন হিসেবে এমএলএস কাপের ফাইনাল আয়োজন করবে ইন্টার মায়ামি। আগামী ৭ ডিসেম্বর ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ওয়েস্টার্ন কনফারেন্সের ফাইনালে স্যান ডিয়েগো এফসি ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মধ্যকার বিজয়ী দল।

, , , , , , , , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে