দুই ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। প্রথম টেস্টে আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানের বড় ব্যবধানে পরাজিত করে লিড নিয়েছে লাল-সবুজরা। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ক্রিকেট খেলেছে স্বাগতিকরা।

বাংলাদেশ ক্রিকেট দল । সংগৃহীত
প্রথমে টস জিতে ব্যাটিং নেওয়া আয়ারল্যান্ড শুরুতেই চাপে পড়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে প্রথম ইনিংসেই থেমে যায় ২৮৬ রানে। ব্যাটিংয়ে নেমে জবাবটা দুর্দান্তভাবে দেয় বাংলাদেশ। ওপেনার মাহমুদুল হাসান জয় খেলেন ক্যারিয়ারসেরা ১৭১ রানের মহাকাব্যিক ইনিংস। তাকে দারুণভাবে সাপোর্ট দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তুলে নেন দারুণ এক সেঞ্চুরি। পাশাপাশি সাদমান ইসলাম, মুমিনুল হক এবং লিটন দাসও ফিফটি তুলে দলকে পাহাড়সম সংগ্রহ গড়তে সাহায্য করেন। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৫৮৭ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
তৃতীয় দিনের শেষ সেশনে আয়ারল্যান্ডকে আবার ব্যাটিংয়ে পাঠানো হলে আর চাপ সামলাতে পারেনি সফরকারীরা। শুরুতেই বাংলাদেশের পেস-স্পিন আক্রমণে কেঁপে ওঠে আইরিশরা। মাত্র এক সেশনে হারায় ৫ উইকেট। ফলে চতুর্থ দিনের আগেই ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয়।
চতুর্থ দিনে আয়ারল্যান্ডের নিচের সারির ব্যাটসম্যানরা কিছুটা প্রতিরোধ গড়লেও জয়ের হিসাব বদলাতে পারেনি। আট-নয় নম্বর জুটিতে দুটি পঞ্চাশোর্ধ পার্টনারশিপ হওয়া সত্ত্বেও দ্বিতীয় সেশনের আগেই ২৫৪ রানে গুটিয়ে যায় তারা। ফলে ইনিংস ব্যবধানে নিশ্চিত হয় বাংলাদেশের জয়।
বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নেমেই আলো ছড়িয়েছেন বামহাতি স্পিনার হাসান মুরাদ। তিনি একাই শিকার করেন ৪টি উইকেট। পাশাপাশি তাইজুল ইসলাম নেন ৩টি এবং গতির ঝলক দেখিয়ে নাহিদ রানা নেন ২টি উইকেট।
এই জয়ের ফলে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে আগামী ১৯ নভেম্বর, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।