২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ: দেখুন পুরো সময়সূচি ও ভেন্যু
Ad Banner

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ: দেখুন পুরো সময়সূচি ও ভেন্যু

  • প্রকাশিত হয়েছে: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৭৪ বার এই মুহূর্তে
ICC T20 World Cup 2026, ICC 2026 schedule, T20 World Cup 2026 groups, India vs Pakistan 2026, ICC news, cricket schedule, ক্রিকেট, টি২০ বিশ্বকাপ ২০২৬, ভারত শ্রীলঙ্কা বিশ্বকাপ, পাকিস্তান ম্যাচ সূচি, বাংলাদেশ ক্রিকেট, গ্রুপ পর্ব, সুপার এইট, ক্রিকেট আপডেট, স্পোর্টস নিউজ, ইন্ডিয়া ক্রিকেট, পাকিস্তান ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ক্রিকেট, অস্ট্রেলিয়া ক্রিকেট,২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ
২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ । সংগৃহীত
                       

২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের সম্পূর্ণ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। এবারের টুর্নামেন্টটি আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা, আর উদ্বোধনী দিন থেকেই অপেক্ষা করছে দারুণ উত্তেজনা। শিরোপা ধরে রাখার মিশনে নামা ভারত ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে রাতের ম্যাচ দিয়ে নিজেদের যাত্রা শুরু করবে।

একই দিনে পাকিস্তান খেলবে কলম্বোর এসএসসি গ্রাউন্ডে এবং ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ মাঠে নামবে কলকাতার ইডেন গার্ডেন্সে।

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম— আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম— নির্ধারিত হয়েছে ৮ মার্চের ফাইনাল ভেন্যু হিসেবে। ভারত ও শ্রীলঙ্কার মোট আটটি শহর মিলিয়ে এবারের আসরটি হবে বিস্তৃত ও বর্ণিল। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম, দিল্লির অরুণ জেটলি, মুম্বাইয়ের ওয়াংখেড়ে, কলকাতার ইডেন গার্ডেন্স, কলম্বোর প্রেমাদাসা ও এসএসসি, এবং ক্যান্ডির পলোকেল— সব মিলিয়েই আয়োজন করা হবে এই দর্শকনন্দিত ইভেন্ট।

মুম্বাইয়ে আয়োজিত সূচি ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, টি–টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব এবং নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। ২০২৪ সালের মতো এবারও থাকবে একই ফরম্যাট— ২০ দল, চারটি গ্রুপ, এরপর সুপার এইট, সেমিফাইনাল ও ফাইনাল।

গ্রুপসমূহ

গ্রুপ এ: ভারত, যুক্তরাষ্ট্র, নামিবিয়া, নেদারল্যান্ডস, পাকিস্তান
গ্রুপ বি: অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান
গ্রুপ সি: ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, ইতালি, নেপাল
গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা, ইউএই

শ্রীলঙ্কা স্বাগতিক হওয়ায় গ্রুপ বি–এর সব ম্যাচ শ্রীলঙ্কায় হবে। নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানের সব ম্যাচও হবে শ্রীলঙ্কায়

সুপার এইটে প্রতিটি গ্রুপ থেকে যে দলই প্রি–সিডেড টিমের বদলে কোয়ালিফাই করবে, তারা সেই নির্দিষ্ট সিডিং পজিশনেই জায়গা নেবে। নিচে সুপার এইটের প্রি–সিডেড দলগুলোর তালিকা দেওয়া হলো।

সিডিং কোড দল
X1ভারত
Y1ইংল্যান্ড
X2অস্ট্রেলিয়া
Y2নিউজিল্যান্ড
X3ওয়েস্ট ইন্ডিজ
Y3পাকিস্তান
X4দক্ষিন আফ্রিকা
Y4শ্রীলংকা

পাকিস্তান সেমিফাইনালে উঠলে ভেন্যু বদল

  • পাকিস্তান সেমিফাইনালে উঠলে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম আয়োজন করবে সেমিফাইনাল–১, কলকাতা নয়।

  • পাকিস্তান ফাইনালে গেলে ফাইনালও হবে কলম্বোতে, আহমেদাবাদে নয়।

  • ভারত–পাকিস্তান যদি সেমিফাইনালে মুখোমুখি হয়, ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোতে।

  • ভারতের সেমিফাইনাল প্রতিপক্ষ যদি পাকিস্তান ছাড়া অন্য কেউ হয়, তাহলে ম্যাচটি হবে মুম্বাইয়ে।


আরও পড়ুনঃ

জাতীয় সংসদ নির্বাচন প্রচারণায় খেলোয়াড়দের ব্যবহার নিষিদ্ধ

তৃতীয় বারের মত এশিয়া রাইজিং স্টার কাপ জিতল পাকিস্তান


জয় শাহ, আইসিসি সিইও সঞ্জোগ গুপ্ত ও রোহিত শর্মা টুর্নামেন্ট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। রোহিত বলেন, এই ইভেন্টে খেলার প্রতিটি মুহূর্তই স্মরণীয়, এবং এবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত।

ভারত ও ইংল্যান্ড ছাড়াও পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া অতীতে একবার করে শিরোপা জিতেছে।

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ সকল ম্যাচের সময়সূচিঃ

তারিখ সময় বনাম বনাম ভেন্যু
০৭ ফেব ২০২৬ 11:00 AM পাকিস্তান নেদারল্যান্ডস এসএসসি, কলম্বো
০৭ ফেব ২০২৬ 3:00 PM ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ কলকাতা
০৭ ফেব ২০২৬ 7:00 PM ভারত যুক্তরাষ্ট্র মুম্বাই
০৮ ফেব ২০২৬ 11:00 AM নিউজিল্যান্ড আফগানিস্তান চেন্নাই
০৮ ফেব ২০২৬ 3:00 PM ইংল্যান্ড নেপাল মুম্বাই
০৮ ফেব ২০২৬ 7:00 PM শ্রীলঙ্কা আয়ারল্যান্ড প্রেমাদাসা, কলম্বো
০৯ ফেব ২০২৬ 11:00 AM বাংলাদেশ ইতালি কলকাতা
০৯ ফেব ২০২৬ 3:00 PM জিম্বাবুয়ে ওমান এসএসসি, কলম্বো
০৯ ফেব ২০২৬ 7:00 PM দক্ষিণ আফ্রিকা কানাডা আহমেদাবাদ
১০ ফেব ২০২৬ 11:00 AM নেদারল্যান্ডস নামিবিয়া দিল্লি
১০ ফেব ২০২৬ 3:00 PM নিউজিল্যান্ড ইউএই চেন্নাই
১০ ফেব ২০২৬ 7:00 PM পাকিস্তান যুক্তরাষ্ট্র এসএসসি, কলম্বো
১১ ফেব ২০২৬ 11:00 AM দক্ষিণ আফ্রিকা আফগানিস্তান আহমেদাবাদ
১১ ফেব ২০২৬ 3:00 PM অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড প্রেমাদাসা, কলম্বো
১১ ফেব ২০২৬ 7:00 PM ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ মুম্বাই
১২ ফেব ২০২৬ 11:00 AM শ্রীলঙ্কা ওমান ক্যান্ডি
১২ ফেব ২০২৬ 3:00 PM নেপাল ইতালি মুম্বাই
১২ ফেব ২০২৬ 7:00 PM ভারত নামিবিয়া দিল্লি
১৩ ফেব ২০২৬ 11:00 AM অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে প্রেমাদাসা, কলম্বো
১৩ ফেব ২০২৬ 3:00 PM কানাডা ইউএই দিল্লি
১৩ ফেব ২০২৬ 7:00 PM যুক্তরাষ্ট্র নেদারল্যান্ডস চেন্নাই
১৪ ফেব ২০২৬ 11:00 AM আয়ারল্যান্ড ওমান এসএসসি, কলম্বো
১৪ ফেব ২০২৬ 3:00 PM ইংল্যান্ড বাংলাদেশ কলকাতা
১৪ ফেব ২০২৬ 7:00 PM নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা আহমেদাবাদ
১৫ ফেব ২০২৬ 11:00 AM ওয়েস্ট ইন্ডিজ নেপাল মুম্বাই
১৫ ফেব ২০২৬ 3:00 PM যুক্তরাষ্ট্র নামিবিয়া চেন্নাই
১৫ ফেব ২০২৬ 7:00 PM ভারত পাকিস্তান প্রেমাদাসা, কলম্বো
১৬ ফেব ২০২৬ 11:00 AM আফগানিস্তান ইউএই দিল্লি
১৬ ফেব ২০২৬ 3:00 PM ইংল্যান্ড ইতালি কলকাতা
১৬ ফেব ২০২৬ 7:00 PM অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা ক্যান্ডি
১৭ ফেব ২০২৬ 11:00 AM নিউজিল্যান্ড কানাডা চেন্নাই
১৭ ফেব ২০২৬ 3:00 PM আয়ারল্যান্ড জিম্বাবুয়ে ক্যান্ডি
১৭ ফেব ২০২৬ 7:00 PM বাংলাদেশ নেপাল মুম্বাই
১৮ ফেব ২০২৬ 11:00 AM দক্ষিণ আফ্রিকা ইউএই দিল্লি
১৮ ফেব ২০২৬ 3:00 PM পাকিস্তান নামিবিয়া এসএসসি, কলম্বো
১৮ ফেব ২০২৬ 7:00 PM ভারত নেদারল্যান্ডস আহমেদাবাদ
১৯ ফেব ২০২৬ 11:00 AM ওয়েস্ট ইন্ডিজ ইতালি কলকাতা
১৯ ফেব ২০২৬ 3:00 PM শ্রীলঙ্কা জিম্বাবুয়ে প্রেমাদাসা, কলম্বো
১৯ ফেব ২০২৬ 7:00 PM আফগানিস্তান কানাডা চেন্নাই
২০ ফেব ২০২৬ 7:00 PM অস্ট্রেলিয়া ওমান ক্যান্ডি
২১ ফেব ২০২৬ 7:00 PM Y2 Y3 প্রেমাদাসা, কলম্বো
২২ ফেব ২০২৬ 3:00 PM Y1 Y4 ক্যান্ডি
২২ ফেব ২০২৬ 7:00 PM X1 X4 আহমেদাবাদ
২৩ ফেব ২০২৬ 7:00 PM X2 X3 মুম্বাই
২৪ ফেব ২০২৬ 7:00 PM Y1 Y3 ক্যান্ডি
২৫ ফেব ২০২৬ 7:00 PM Y2 Y4 প্রেমাদাসা, কলম্বো
২৬ ফেব ২০২৬ 3:00 PM X3 X4 আহমেদাবাদ
২৬ ফেব ২০২৬ 7:00 PM X1 X2 চেন্নাই
২৭ ফেব ২০২৬ 7:00 PM Y1 Y2 প্রেমাদাসা, কলম্বো
২৮ ফেব ২০২৬ 7:00 PM Y3 Y4 ক্যান্ডি
০১ মার্চ ২০২৬ 3:00 PM X2 X4 দিল্লি
০১ মার্চ ২০২৬ 7:00 PM X1 X3 কলকাতা
০৪ মার্চ ২০২৬ 7:00 PM সেমিফাইনাল ১ - কলকাতা বা কলম্বো
০৫ মার্চ ২০২৬ 7:00 PM সেমিফাইনাল ২ - মুম্বাই
০৪ মার্চ ২০২৬ 7:00 PM ফাইনাল - আহমেদাবাদ বা কলম্বো

, , , , , , , , , , , , , , , , , , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে