
ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিল টপার আর্সেনাল ও টেবিল রানার্সআপ চেলসি মুখোমুখি হয়। সেখানে লাল কার্ড দেখে,চেলসি দশজনের দলে পরিণত হলেও ১-১ গোলের ড্রতেই খুশি থাকতে হয় দু’দলকে। এই ড্রয়ের কারনেই ম্যান সিটি চেলসিকে হাঁটিয়ে আর্সেনালের সাথে টাইটেল রেসে ডুকে যায়। কে জানে আবার না হোঁচট খায় আর্সেনাল মাঝ পথে!।
গত শনিবার (২৯ নভেম্বর) ম্যান সিটি ঘরের মাঠে লিডসের সাথে ৩-২ গোলের কষ্টার্জিত জয় পায়। ম্যাচের শুরুর প্রথম মিনিটে ফোডেনের গোলে এগিয়ে গেলে লিড ডাবল করে ম্যান সিটি গাভার্দিয়ালের কল্যানে প্রথমার্ধেই। তবে লিডস দ্বিতীয়ার্ধে কালভার্ট ও নিমিচার গোলে কোয়ার্টার হাফ বাকি থাকতেই ২-২ গোলের সমতায় ফেরে। কিন্তু ফোডেন ম্যাচ শুরুর প্রথম মিনিটের মত অ্যাডিশনাল সময়েরও প্রথম মিনিটের গোলে নাটকীয়ভাবে জয় পায় ম্যান সিটি।
পরেরদিন অর্থাৎ গতকাল(রোববার) স্ট্যামফোর্ড ব্রিজে গ্রানার্সদের মুখোমুখি হয় এস্তেভাও,গার্নাচোরা। শুরুতেই ধাক্কা খায় চেলসি। স্প্যানিশ ফরোয়ার্ড মেরিনোকে,৩৮তম মিনিটে কাইসিডো লেট-ট্যাকেলে লাল কার্ড দেখে চেলসি পরিণত হয় দশজনের দলে। তবে চেলসি সেই দশজন নিয়েও হার মানতে নারাজ। প্রথমভাগ গোলশূন্য গেলেও দ্বিতীয় ভাগের শুরুতেই চালোবায়ের কল্যানে চেলসি ১-০ তে এগিয়ে যায়। তবে ১০ মিনিট বাদেই মেরিনো সমতায় ফেরায় চেলসিকে। এরপর আর কোনদলই জয়সূচক গোলের দেখা পায়নি। যার ফলে ১-১ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় চেলসি-আর্সেনালকে।
আরও পড়ুনঃ
ফিফা বিশ্বকাপ ২০২৬: ফ্রান্স ও ইংল্যান্ডসহ বাকি ২৮ দল যারা
এই ড্রয়ের কারনেই পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয় চেলসি-আর্সেনালের। আর সুযোগেই ম্যান সিটি একধাপ এগিয়ে আর্সেনালের ঘাড়ে নিশ্বাস ফেলছে। আর্সেনাল প্রতি মৌসুমেই ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হবার মত সম্ভাবনা জাগায়। কিন্তু শেষমেশ মাঝপথে নইলে অন্তিম পর্বে ঝামেলা পাকিয়ে শিরোপা হারায়। ম্যান সিটি ও আর্সেনালের ১৩ রাউন্ড শেষে পয়েন্টের ব্যবধান মাত্র পাঁচ। এইখান থেকে এক-দুই ম্যাচ হারলেই সর্বনাশ মিকেল আর্তেতার